জঙ্গি দমনে জিরো টলারেন্স ভারতীয় সেনার, সংঘর্ষবিরতি লঙ্ঘনে জবাব পাকিস্তানকে

Must read

প্রতিবেদন : নির্লজ্জ পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘর্ষবিরতি ঘোষণার পরও সীমান্তে গোলাবর্ষণ করেছে। চোরাগোপ্তা আক্রমণ চালিয়ে পাকসেনা অনুপ্রবেশেরও চেষ্টা করেছে। পাল্টা জবাব দিয়েছে ভারতও। কিন্তু আর নয়। ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন হলে পাকিস্তানকে ‘উচিত’ শিক্ষা দেবে ভারত! এবং তার জন্য তিন বাহিনীর কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিয়েছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। রবিবার সন্ধ্যায় ভারতীয় সশস্ত্র সেনার তিন বাহিনীর তরফে সাংবাদিক সম্মেলন করে কড়া বার্তায় তা জানিয়ে দেওয়া হয়েছে।
এদিন স্থল, বায়ু এবং নৌবাহিনীর সেনাকর্তারা স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তানি সেনা বা সীমান্তের ওপারের বাসিন্দাদের সঙ্গে ভারতের কোনও লড়াই নেই। ভারতের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সেনা বেছে বেছে শুধুমাত্র জঙ্গিঘাঁটিগুলিতেই হামলা চালিয়েছে। কিন্তু পাকিস্তান ভারতের নিরীহ সাধারণ মানুষের বসতি ও সেনা পরিকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এমনকী, ধর্মীয় স্থানও বাদ যায়নি। জবাবে চাকলালা, রফিকি, সাক্কার-সহ পাকিস্তানের অন্তত আটটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় ভারত। সেই হামলাতেও পাকিস্তানকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, পাকসেনার আগ্রাসী মনোভাব কোনওভাবেই বরদাস্ত করা হবে না!
এদিন তিন বাহিনীর ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, এয়ার মার্শাল এ কে ভারতী এবং ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ সাংবাদিক বৈঠকে ‘অপারেশন সিঁদুর’-এ বাহাওয়ালপুর, মুরিদকের মতো জঙ্গিঘাঁটিগুলির ধ্বংসের দৃশ্য তুলে ধরেন। হামলার আগের ও পরের ছবি তুলে দেখানো হয় ক্ষয়ক্ষতির পরিমাণ। জানানো হয়েছে, হামলায় জঙ্গি সংগঠনগুলির তিন শীর্ষনেতা মুদাস্সর খাস, ইউসুফ আজহার ও আবদুল মালিক রউফ-সহ ১০০ জনের বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণরেখায় গোলাগুলিতে ৩৫-৪০ পাক-সেনারও মৃত্যু হয়েছে। এদিন পরিষ্কার করে দেওয়া হয়, কীভাবে সাধারণ পাকিস্তানিদের কথা মাথায় রেখে সতর্কতার সঙ্গে পাকিস্তানের এয়ারফিল্ডগুলিতে অপারেশন চালানো হয়। ছবি ও ভিডিওর প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয় শত্রু দমনে কীভাবে সাফল্য এসেছে। ভারতীয় সেনার তরফে স্পষ্ট বক্তব্য, নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছে জঙ্গিরা আর তাদের সেফ প্যাসেজ দিতে সীমান্তের ওপার থেকে ক্রমাগত গুলি চালাচ্ছে পাকসেনা। তাই আমাদের লড়াই এখন পাকসেনার বিরুদ্ধেও।
এদিনই এক্স হ্যান্ডেলে বায়ুসেনার পক্ষ থেকে রবিবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবরকম অভিযান চলবে। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতি চললেও শেষ হয়নি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। জারি রয়েছে জঙ্গিদমন অভিযান। একইসঙ্গে কোনওরকম জল্পনা বা ভুয়ো তথ্যে কান না দেওয়ার জন্য দেশবাসীকে আবেদন জানানো হয়েছে বায়ুসেনার পক্ষ থেকে। রবিবার এক্স হ্যান্ডেলে ভারতীয় বায়ুসেনা লিখেছে, অপারেশন সিঁদুরে নিজেদের দায়িত্ব সফলভাবে পালন করেছে ভারতীয় বায়ুসেনা। দেশের স্বার্থে নিখুঁতভাবে, পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে তারা। সতর্কতা এবং বিচক্ষণতার সঙ্গে সেই অভিযান চালানো হয়েছে। এই অভিযান এখনও চলছে। দেশবাসীকে সময়মতো তা জানানো হবে। সময়মতো দেওয়া হবে তথ্যও। তবে কোনওরকম জল্পনা এবং ভুয়ো তথ্যে কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। এদিকে ররিবারই তিন বাহিনীর প্রধানদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পর্যালোচনা করা হয় সাম্প্রতিক পরিস্থিতির। সোমবারই দুপুরে মুখোমুখি আলোচনায় বসবে ভারত ও পাকিস্তান।
শনিবার ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি ঘোষিত হওয়ার পরে ভারতীয় বায়ুসেনা এদিন সাফ জানিয়ে দিল পাক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি। পাকিস্তান সংঘাতে গেলে প্রত্যাঘাতে তৈরি ভারত। ভারতের জঙ্গিদমন অভিযান চলবে। পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বহাল থাকবে। শনিবার রাতেও একের পর এক চোরাগোপ্তা আক্রমণ, নাশকতার ষড়যন্ত্র চালিয়েই গিয়েছে নির্লজ্জ পাকিস্তান। ভারতীয় সেনা সেই চেষ্টা সফল হতে দেয়নি। সব হামলাই নিষ্ক্রিয় করে দিয়েছে।

আরও পড়ুন-পাক অধিকৃত কাশ্মীর : ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব খারিজ করল ভারত

Latest article