পণ্ডিত রঘুনাথ মুর্মু (Pandit Raghunath Murmu) একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত ‘অলচিকি’ লিপির উদ্ভাবক। তাঁর জন্মদিবসে শ্রদ্ধা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্মদিবসে রাজ্যে সরকারি ছুটি থাকে।
আরও পড়ুন-জঙ্গি দমনে জিরো টলারেন্স ভারতীয় সেনার, সংঘর্ষবিরতি লঙ্ঘনে জবাব পাকিস্তানকে
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন,”প্রথিতযশা ভাষাতত্ত্ববিদ এবং অলচিকি লিপির উদ্ভাবক পণ্ডিত রঘুনাথ মুর্মুর (Pandit Raghunath Murmu) জন্মদিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। এটা আমাদের গর্ব আমাদের সাঁওতাল ভাইবোনেদের জন্য তাঁর অসাধারণ অবদানকে স্বীকৃতি জানিয়ে আমাদের সরকারই তাঁর জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করেছে। এই পথিকৃৎ পদক্ষেপ এখন অন্যত্র অনুসৃত হচ্ছে। তাঁর নামে আমরা কলেজও করেছি। আমি আর একবার তাঁকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ”