জুনে দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের কাজ শুরু

নবান্ন সূত্রে খবর, আগামী জুন মাস থেকেই শুরু হবে এই সংস্কারের কাজ। সেতুর একটি লেন বন্ধ রেখে কাজ চালানোর চিন্তাভাবনা হয়েছে।

Must read

অবশেষে শুরু হতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু, অর্থাৎ বিদ্যাসাগর সেতুর (Vidyasagar Setu) সংস্কারের কাজ। নবান্ন সূত্রে খবর, আগামী জুন মাস থেকেই শুরু হবে এই সংস্কারের কাজ। সেতুর একটি লেন বন্ধ রেখে কাজ চালানোর চিন্তাভাবনা হয়েছে। ১৯৯২ সালে অক্টোবর মাসে চালু হওয়া এই সেতুটি এই মুহূর্তে কলকাতা ও হাওড়ার মধ্যে অন্যতম ব্যস্ত সড়কপথ। এই সেতু দিয়ে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এবং গাড়ি চলাচল করে। তাই এই অবস্থায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা একপ্রকার অসম্ভব। কয়েকটি দিন দিনের বেলা ১০-১২ ঘণ্টার জন্য একটি লেনে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রাখা হতে পারে তবে বেশিরভাগ দিনে রাতেই কাজ করতে হবে বলে প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন-ছত্তিসগড়ে ট্রেলার-ট্রাক দুর্ঘটনায় নিহত ১৩

নবান্নে রাজ্য সচিবালয় স্থানান্তর হওয়ায় সেতুটির গুরুত্ব অনেকাংশেই বেড়ে গিয়েছে। সেতুর সুস্বাস্থ্য এবং দীর্ঘস্থায়িত্ব রক্ষা করা গুরুত্বপূর্ণ। তাই প্রায় ২০০ কোটি টাকা খরচ করে এই সংস্কারের কাজ শুরু হবে। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে একটি জার্মান সংস্থাকে। তবে তারা কলকাতার একটি সংস্থার সঙ্গে যৌথ ভাবে কাজ করবে। প্রাথমিকভাবে সেতুর দুর্বল হয়ে পড়া ২০টি ‘স্টে কেব্‌ল’ পরিবর্তনের কাজ হবে। কেব্‌ল বদলের পর সেতুর ভারসাম্য বজায় রাখতে সেতুর ‘বিয়ারিং’ বদলের কাজ শুরু হবে।

আরও পড়ুন-ইতিহাস বইয়ে নেতাজি কোথায় ?

প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ হতে প্রায় ১৫ মাস সময় লাগতে পারে। এই সময়ে যান চলাচল সচল রাখার সঙ্গে সেতুর মেরামত সম্পন্ন করার জন্য প্রস্তুত প্রশাসন। সবকিছু ঠিক থাকলে আগামী বহু বছরের জন্য সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে।

Latest article