প্রতিবেদন : কাজে এল না বিসিসিআইয়ের অনুরোধ। যাবতীয় জল্পনা সত্যি করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলি (Virat Kohli)। গত বুধবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা। ঠিক পাঁচদিন পর একই পথে হাঁটলেন বিরাটও। সোমবার ইনস্টাগ্রামে নিজের দীর্ঘ পোস্টে বিরাট লিখেছেন, ‘‘১৪ বছর আগে প্রথমবার টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পরেছিলাম। সত্যি বলতে কী, তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে।’’
আরও পড়ুন-১০ বছরের বালিকাকে কবরস্থানে নিয়ে ধ.র্ষণ করে খু.ন যোগীরাজ্যে
তিনি আরও লিখেছেন, ‘‘এই ফরম্যাটকে বিদায় জানানো সহজ ছিল না। তবে সিদ্ধান্তটা ঠিক বলেই মনে হচ্ছে। আমি নিজের সর্বস্ব দিয়েছি। টেস্ট ক্রিকেট আবার আমাকে প্রত্যাশার থেকেও বেশি কিছু ফিরিয়ে দিয়েছে। খেলার প্রতি, মাঠের মানুষদের প্রতি এবং আমার এই যাত্রায় যাঁরা সারাক্ষণ পাশে ছিলেন, তাঁদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি সব সময় নিজের টেস্ট কেরিয়ারের দিকে হাসিমুখে ফিরে তাকাব।’’ ২০১১ সালের ২০ জুন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টনে টেস্ট অভিষেক ঘটেছিল বিরাটের। ২০২৫ সালের ১২ মে, ১৪ বছরের সেই যাত্রার ইতি টেনে দিলেন বিরাট নিজেই।