প্রতিবেদন : আবহাওয়া অফিস জানাল সপ্তাহের প্রথম দিনেই শহর কলকাতার তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি। এই আবহাওয়া বজায় থাকবে কয়েকদিন। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা বাড়লেও সেখানে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ও বুধবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। শহর কলকাতায় আকাশ থাকবে পরিষ্কার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে।
আরও পড়ুন-টেস্টকে আলবিদা কিং কোহলির
বাতাসে অত্যধিক জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও উঠবে চরমে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি— এই পাঁচ জেলায় মঙ্গলবার এবং বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ৩০ থেকে ৫০ কিমি বেগে। বৃহস্পতিবার এর পর অন্যান্য জায়গায় বৃষ্টির দাপট কমলেও দার্জিলিং-সহ উপরের জেলাগুলিতে বৃষ্টি অব্যাহত থাকবে। এদিকে, মালদহে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের ইঙ্গিত দেওয়া হয়েছে।