প্রতিবেদন: লজ্জা! ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে ঘোলাজলে মাছ ধরার খেলায় নেমেছে উগ্র হিন্দুত্ববাদীরা। কুৎসিত ভাষায় তারা আক্রমণ করছে বিদেশ সচিবকে। ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি সাংবাদিক সম্মেলনে ঘোষণা করার পর থেকেই সমাজমাধ্যমে ট্রোলের শিকার বিদেশ সচিব বিক্রম মিশ্রি। শুধু তিনি নন, ট্রোলবাহিনী টার্গেট করেছে তাঁর কন্যা-সহ গোটা পরিবারকেই। রবিবার সকাল থেকেই এক্স-হ্যান্ডেলে কদর্য ভাষায় এই আক্রমণ-পর্ব শুরু হয়েছে। বিদেশ সচিবকে ‘দেশদ্রোহী’, ‘বিশ্বাসঘাতক’ বলে অভিযুক্ত করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, মানবাধিকার নিয়ে মতামত প্রকাশের কারণে বিক্রম মিশ্রির (Vikram Misri) আইনপড়ুয়া মেয়েকেও আক্রমণ করা হয়েছে কুৎসিত ভাষায়। লক্ষণীয়, ৪ দিন ধরে সংঘর্ষ চলার সময় সরকারের প্রতিটি বক্তব্য নিয়মিত সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেছেন বিদেশ সচিবই। শনিবার কেন্দ্রের যুদ্ধবিরতি সিদ্ধান্তও ঘোষণা করেছিলেন বিক্রম মিশ্রিই (Vikram Misri)। কিন্তু অদ্ভুত ব্যাপার সমালোচকদের যাবতীয় ক্ষোভ এসে পড়েছে তাঁরই উপরে। বিদেশসচিব অবশ্য লক করে দিয়েছেন নিজের অ্যাকাউন্ট। তাঁকে এবং তাঁর পরিবারকে কুৎসিত ভাষায় আক্রমণের প্রতিবাদও চলছে সমাজমাধ্যমে। দাবি উঠেছে, অবিলম্বে গ্রেফতার করা হোক কুৎসাকারীদের।
আরও পড়ুন-অন্য সদস্যদের অনুমতি ছাড়া বাড়িতে সিসি ক্যামেরা নয় : কোর্ট