CBSE দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Must read

সিবিএসই-এর (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছে,”এই বছর সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন। তোমাদের ভবিষ্যৎ বৃহত্তর সাফল্যে পরিপূর্ণ হোক। তোমাদের সাফল্যের পিছনে অভিভাবক, শিক্ষকদের যা অবদান রয়েছে তার জন্য বিশেষ ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। যারা ব্যর্থ, তারা দয়া করে হতাশ হবে না – তোমাদের ভবিষ্যতে সাফল্যের ব্যাপারে আমি নিশ্চিত এবং আত্মবিশ্বাসী। তোমাদের সকলের জন্য আমার আশীর্বাদ এবং শুভকামনা সর্বদা থাকবে।”

সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE)-তে এ বছর পাশের হার ৮৮.৩৯ শতাংশ। যা গত বছরের তুলনায় ০.৪১% বেশি । নজরকাড়া ভাবে এ বছর রূপান্তরকামীদের পাসের হার ১০০%। অপরদিকে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার চলতি বছরে বেশি। ছেলেরা ৮৫.৭০ শতাংশ হারে পাশ করেছে, সেখানে মেয়েদর পাশের হার ৯১.৬৮ শতাংশ। চলতি বছর ১৬,৯২,৭৯৪ জনের মধ্যে পাশ করেছেন ১৪,৯৬,৩০৭ জন। ডিজিলকার এবং উমাঙ্গ অ্যাপ ছাড়াও বোর্ডের ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in -এ ফল দেখা যাচ্ছে।চলতি বছর ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা হয়েছে। এদিকে দ্বাদশের ফল প্রকাশ হলেও দশম শ্রেণির সম্পূর্ণ ফল এখনও প্রকাশ করা হয়নি। দশম শ্রেণির কেবলমাত্র প্রথম দশ জনের নামের তালিকা প্রকাশ করেছে বোর্ড। বাকি ফল কবে প্রকাশিত হবে সেই নিয়ে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন- সোপিয়ানে সেনার গুলিতে খতম ৩ লস্কর জঙ্গি!

Latest article