বিজেপির শক্তিক্ষয় করে ৩০ দাপুটে নেতা তৃণমূলে

তমলুক ব্লকের শ্রীরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য শম্ভুনাথ পাত্র তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন।

Must read

সংবাদদাতা, তমলুক : বিধানসভা নির্বাচনের আগেই বড়সড় ভাঙন বিজেপিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী উন্নয়নে শামিল হতে বিজেপি ছেড়ে মঙ্গলবার বিকেলে বিধায়ক সৌমেন মহাপাত্রের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন প্রায় ৩০জন দাপুটে বিজেপি নেতা। একসময় এঁরাই তমলুকে প্রথম সারিতে থেকে বিজেপিকে নেতৃত্ব দিতেন। এই যোগদানের ফলে স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিজেপি নেতাদের।

আরও পড়ুন-টানা বৃষ্টিতে ভাঙল বাঁশের সাঁকো, গড়ে তোলার উদ্যোগ

তমলুক ব্লকের শ্রীরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য শম্ভুনাথ পাত্র তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন। তাঁর সঙ্গেই এলাকার আরও ৩০ জন বিজেপি নেতা তৃণমূলে যোগ দেন। জানা গিয়েছে, শম্ভুনাথ আগেও ৫ বার পঞ্চায়েত সদস্য ছিলেন। পঞ্চায়েত সমিতিরও সদস্য ছিলেন তিনি। সাধারণ মানুষের জন্য মা মাটি মানুষের সরকারের উন্নয়নে শামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এঁরা। এর ফলে এলাকায় বিজেপির শক্তিক্ষয় হল বলাই যায়। বিধায়ক সৌমেন মহাপাত্র জানান, ‘বিজেপি মানুষের জন্য কাজ করতে জানে না। তাই যাঁরা প্রকৃতই কাজ করতে চান, তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে আসছেন। আগামী দিনেও এভাবে অনেকেই তৃণমূলে আসার জন্য মুখিয়ে আছেন।’

Latest article