প্রতিবেদন : প্রবল গরমের মাঝেও সুখবর। সময়ের আগেই দেশে ঢুকছে বর্ষা। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে বঙ্গোপসাগরের দক্ষিণ অংশ, দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সময়ের আগেই প্রবেশ করেছে। এই অগ্রগতি বর্ষাকালের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা এই অঞ্চলের স্বাভাবিক সময়সূচির কয়েকদিন আগে ঘটেছে। এই আগমন গত দু’দিনের ব্যাপক মাঝারি বৃষ্টিপাতের পর ঘটতে চলেছে। ইতিমধ্যেই নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আইএমডি-র পর্যবেক্ষণ অনুসারে, এই অঞ্চলে একটানা বৃষ্টিপাতের প্রবণতা দেখা গেছে, যা বর্ষার অগ্রগতি প্রদর্শন করে।
আরও পড়ুন-বিজেপির শক্তিক্ষয় করে ৩০ দাপুটে নেতা তৃণমূলে
আবহাওয়ার তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উচ্চতায় পশ্চিমা বাতাসের একটানা শক্তিবৃদ্ধি এবং গভীরতা বৃদ্ধি পেয়েছে, যেখানে বাতাসের গতি ২০ নটের বেশি ছিল এবং এই বাতাসের প্রভাব ৪.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ সূচক হল বহির্গামী দীর্ঘ তরঙ্গ বিকিরণ (ওএলআর), গত দু’দিনে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এটি সক্রিয় বর্ষার পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ এক সংকেত। এই আবহাওয়াজনিত মানদণ্ডগুলি পূরণ হওয়ার সাথে সাথে, আইএমডি মঙ্গলবার এই অঞ্চলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির ঘোষণা করেছে। আইএমডি তার সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫ সালের ১৩ মে নাগাদ দক্ষিণ আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশ এবং নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। সময়ের পূর্বেই বর্ষার এই আগমন উল্লেখযোগ্য। কারণ বর্ষা সাধারণত ১৮-১৯ মে নাগাদ আন্দামান সাগরে এবং ১ জুন নাগাদ ভারতীয় মূল ভূখণ্ডে পৌঁছয়।
এই বছর মৌসম ভবনের পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বর্ষা ২৭ মে নাগাদ কেরলে পৌঁছাতে পারে, যা স্বাভাবিক সময়ের প্রায় এক সপ্তাহ আগে। আইএমডি আরও জানিয়েছে যে দক্ষিণ আরব সাগর এবং মালদ্বীপে বর্ষার আরও অগ্রগতির জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। বর্ষার এই সময়ের পূর্বের আগমন বিদ্যমান তাপপ্রবাহ থেকে বহুলাংশে স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে। আইএমডি-র দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুসারে, ২০২৫ সালের মরশুমে ভারতের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে।