দমদম জংশনে লাইনচ্যুত ডাউন বনগাঁ লোকাল (Bongaon Local)। ঘটনাটি ঘটে বুধবার, বেলা ১২টা ১০ নাগাদ। তবে, বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পাওয়া গিয়েছে। এর জেরে সাময়িক ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পরে ট্রেনটিকে শিয়ালদহে ফিরিয়ে আনা হয়েছে।
এদিন ১২টা ১০ মিনিট নাগাদ বনগাঁ থেকে শিয়ালদহ যাওয়ার পথে দমদমে ৪নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল ডাউন বনগাঁ লোকাল (Bongaon Local)। সেই সময় আচমকা প্রবল ঝাঁকুনি হয় ট্রেনে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেখা যায় ট্র্যাক থেকে নেমে গিয়েছে ট্রেনের চাকা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ইঞ্জিনিয়ররা। অ্যাকশন রিলিফ পৌঁছয়। ট্রেনের গতি কম থাকায় যাত্রীদের কোনও ক্ষতি হয়নি।
আরও পড়ুন- অবশেষে মুক্তি দিল পাকিস্তান, ২৩ দিন পর ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম!
তবে, ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপাতত ট্রেনটি লাইনে তুলে শিয়ালদহের দিকে নিয়ে যাওয়ার হয়েছে। লাইন মেরামতির জন্য ৪ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার সাময়িক বন্ধ করা হয়। ১, ২, ৩ এবং ৫ নম্বর প্লাটফর্ম ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে। তবে, অন্য লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলায় ভোগান্তি যাত্রীদের।