উচ্চমাধ্যমিকে হাতে কলমে শুরু পরিবেশ বিজ্ঞানের পাঠ

চলতি বছরই সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে একাদশ শ্রেণী থেকে।

Must read

প্রতিবেদন: চলতি বছরই সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে একাদশ শ্রেণী থেকে। এর পর এবার এই বছরই এনভায়রনমেন্টাল সাইন্স বলে এক নতুন বিষয় চালু করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এতদিন একাদশ দ্বাদশ শ্রেণির জন্য যে এনভায়রনমেন্টাল স্টাডিজ বলে বিষয়টি ছিল সেটি প্রত্যেক বিভাগের পড়ুয়ারাই পড়তে পারতো কিন্তু এবার থেকে এই বিষয়টি শুধু কলা এবং বাণিজ্য বিভাগের পড়ুয়ারাই পড়তে পারবে। অপরদিকে এনভায়রনমেন্ট সাইন্স বিষয়টি নিতে পারবে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা।

আরও পড়ুন-জয়েশের এক অঙ্গে নতুন জীবন পেলেন চার মুমুর্ষু

এই বিষয়টি নিয়ে সাধুবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এই বিষয়টি অনেকটাই প্র্যাকটিক্যাল বেস হবে। পড়ুয়াদের ল্যাবে গিয়ে এবং রাস্তায় নেমে হাতে কলমে পাঠ দেওয়া হবে। বিভিন্ন গবেষণামূলক কাজও করানো হবে। মূলত স্কুলে যে সমস্ত শিক্ষকদের এনভারমেন্টাল সাইন্স নিয়ে পড়াশুনা রয়েছে তারা এ বিষয়টি পড়াতে পারবেন। এছাড়াও বায়োলজি ও কেমিস্ট্রির শিক্ষক-শিক্ষিকারা এই বিষয়ে পড়াবেন। ব্রাত্য বসু এই বিষয়ে বলেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার একাদশ শ্রেণিতে এনভায়রনমেন্টাল সাইন্স বিষয়টি উত্থাপন করছে। এইটি পুরোটাই প্র্যাকটিকাল বেস সাবজেক্ট। এটি তাদের স্নাতকোত্তর, গবেষণা স্তরে সুযোগ পাওয়ার ক্ষেত্রে সুবিধে দেবে। পিএসসি, সিএসসিতে বিভিন্নক্ষেত্রে ক্যারিয়ার তৈরিতে সাহায্য করবে। বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের চাকরি পেতেও সাহায্য করবে।

Latest article