প্রতিবেদন: পড়াশোনা মহারাষ্ট্রের আধাবস্তি এলাকার পুরসভা স্কুলে। তারপরে ধাপে ধাপে উচ্চশিক্ষা। এবং বম্বে হাইকোর্টের আইনজীবী থেকে কর্মজীবনের দীর্ঘপথ পার হয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে বুধবার প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বি আর গভাই। প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার অবসর গ্রহণের পরে তিনি দেশের ৫২ তম প্রধান বিচারপতি।
আরও পড়ুন-উচ্চমাধ্যমিকে হাতে কলমে শুরু পরিবেশ বিজ্ঞানের পাঠ
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা। উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। রাষ্ট্রপতি ভবনে প্রধান বিচারপতি পদে বি আর গভাইকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার আগে তিনি সামনের সারিতে উপস্থিত প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সঙ্গে বিনিময় করেন সৌজন্য। উপস্থিত পরিবারে অন্য সদস্যদের সঙ্গে হাত মেলালেও মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় তাঁকে। বুধবার রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণের পরই সুপ্রিম কোর্টে নিজের বেঞ্চে মামলা শোনেন সিজেআই বি আর গভাই। বিচারপতি অগাস্টিন জর্জ মাসির সঙ্গে ডিভিশন বেঞ্চে একটি মামলা শোনেন তিনি।