প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহা, রাজনৈতিক মহলে শোকের ছায়া

Must read

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন। হয়েছিল ব্রেন ডেথও। বৃহস্পতিবার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর (Tapas Saha)। তাঁর প্রয়াণে রাজ্য রাজনীতিতে নেমে এসেছে শোকের ছায়া।

তাপস সাহা ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক ছিলেন। ২০২১ সালে তেহট্ট থেকে নির্বাচিত হন তিনি। এরপর শিক্ষক নিয়োগ মামলায় নাম জড়ায় তাঁর। বাড়িতে সিবিআইও হানা দেয়। এর মাঝেই বুধবার নিজের বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত। দীর্ঘ কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মাসখানেক আগে বেঙ্গালুরুতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। এরপর আচমকাই অসুস্থ হয়ে পড়েন বুধাবার। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন- ফের কাঁথির কৃষি সমবায়ে জয় তৃণমূলের, ১২-০-য় ধরাশায়ী বিজেপি

তেহট্ট নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের আওতায়। কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ গত ২ ফেব্রুয়ারি প্রয়াত হন। কালীগঞ্জের পর এবার তেহট্টের বিধায়কেরও মৃত্যু হওয়ায় এই দুই কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ল।

Latest article