সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় লঞ্চে স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা রাজ্যের

ইতিমধ্যেই বসিরহাট মহকুমার অন্তর্গত হিঙ্গলগঞ্জ ব্লকের আমবেড়িয়া–সহ একাধিক প্রত্যন্ত গ্রামে লঞ্চে করে পৌঁছে যান চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা।

Must read

প্রত্যন্ত এলাকা থেকে হাসপাতাল পর্যন্ত রোগীকে পৌঁছনো অনেক ক্ষেত্রেই সমস্যার হয়ে যায়। বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় রোগীর ঠিক কী হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। গ্রামের প্র‌ত্যন্ত এলাকায় চিকিৎসক পৌঁছতে পারেন না। পৌঁছন যায় না এম্বুল্যান্স। সুন্দরবনের (Sunderban) প্রত্যন্ত এলাকার মানুষজনকে এই সমস্যা থেকে মুক্তি দিতে এবার তাঁদের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে তৎপর রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। রাজ্য এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যৌথ উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় লঞ্চের মাধ্যমে জলপথে ভাসমান স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন-আইসক্রিমে টিকটিকির লেজ, আমেদাবাদে অসুস্থ হয় পড়লেন মহিলা

ইতিমধ্যেই বসিরহাট মহকুমার অন্তর্গত হিঙ্গলগঞ্জ ব্লকের আমবেড়িয়া–সহ একাধিক প্রত্যন্ত গ্রামে লঞ্চে করে পৌঁছে যান চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। সেখানে তারা চিকিৎসা পরিষেবা প্রদান করছেন ওই এলাকার গরিব মানুষজনদের। এছাড়া স্বাস্থ্যকর্মীরা বাড়িতে এসে পরীক্ষা করছেন আর বিনামূল্যে ওষুধ দিচ্ছেন। এই পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষ। আগে তাঁদের লঞ্চে করে হাসপাতালে যেতে হত। কিন্তু সেখানে এখন চিকিৎসকরাই আসছেন দুয়ারে। তবে এই মুহূর্তে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। এই ভাসমান স্বাস্থ্যকেন্দ্রগুলিতে থাকবে সাধারণ রোগ নির্ণয় পদ্ধতি, টিকাকরণ, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, রক্তচাপ এবং সুগার পরীক্ষা করার ব্যবস্থা। এই উদ্যোগ গ্রামীণ ও নদীবেষ্টিত বেশ কিছু দুর্গম এলাকায় চিকিৎসা পরিষেবার মান উন্নয়নে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই।

Latest article