ফল প্রকাশ উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পরীক্ষার, উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Must read

শুক্রবার রাজ্যের বিভিন্ন বিষয়ের ওপর বৃত্তিমূলক পরীক্ষার (Higher Secondary Vocational Examination) ফল প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভলপমেন্ট। যারা চলতি বছর উচ্চ মাধ্যমিকস্তরে ভোকেশনাল বা বৃত্তিমূলক পরীক্ষা দিয়েছেন, তাঁরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন কাউন্সিলের ওয়েবসাইট থেকে। উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক বা ভোকেশনাল পরীক্ষায় (Higher Secondary Vocational Examination) উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন।
যারা কোনো কারণে ভালো ফল করতে পারোনি, তাদের মন খারাপ না করে ভবিষ্যতে যাতে ভালো হয় তার প্রস্তুতি নিতে বলব। চেষ্টা করলে ভালো হবেই।
তোমাদের সবার আগামীর দিনগুলি আরও সাফল্যমন্ডিত হোক – এই প্রার্থনা করি।”

রেজ়াল্ট দেখতে পরীক্ষার্থীদের প্রথমে কাউন্সিলের ওয়েবসাইট sctvesd.wb.gov.in-এ যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে হোমপেজ-এ দেওয়া রেজাল্টের লিঙ্কে ক্লিক করে নিজেদের লগ-ইন আইডি দিলেই স্ক্রিনে নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুন- এভারেস্ট জয় করে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

Latest article