আজ থেকে টানা দু’দিন সেনাসম্মান-শহিদতর্পণ

দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের প্রতিটি জেলায়, ওয়ার্ডে, ব্লকে মিছিল করবেন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা।

Must read

প্রতিবেদন : নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে আজ, শনিবার ও আগামী কাল, রবিবার টানা দু’দিন রাজ্য জুড়ে সেনাসম্মান ও শহিদতর্পণ কর্মসূচি করবে তৃণমূল কংগ্রেস। দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের প্রতিটি জেলায়, ওয়ার্ডে, ব্লকে মিছিল করবেন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা।

আরও পড়ুন-দিনের কবিতা

নবান্ন থেকে নেত্রীর ঘোষণার পর দলের অন্দরে এই নিয়ে সার্কুলার পাঠিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। স্পষ্ট করে দেওয়া হয়েছে, জাতীয়তাবাদী মিছিলের পাশাপাশি কোনওরকম রাজনৈতিক বক্তব্যকে বাদ দিয়ে জাতীয়তাবাদী ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতামূলক বক্তব্য রাখতে হবে। দলের নির্দেশ, স্থানীয় কোনও শহিদ পরিবার থাকলে সেই শহিদের আত্মত্যাগকে সামনে রেখে সেই পরিবারকে এই অনুষ্ঠানে যুক্ত করার চেষ্টা করতে হবে। সঙ্গে জুড়তে হবে সাধারণ মানুষকেও। তবে ট্রাফিক ও জনজীবন ব্যাহত করা চলবে না।

Latest article