সরছে কেন ফাইনাল, ইডেনের সামনে বিক্ষোভ

কেকেআর গতবারের চ্যাম্পিয়ন বলে আইপিএল ফাইনাল হওয়ার কথা ছিল ইডেনে। কিন্তু ভারত-পাক সংঘর্ষের আবহে আইপিএল সূচি বদলে গিয়েছে

Must read

প্রতিবেদন : কেকেআর গতবারের চ্যাম্পিয়ন বলে আইপিএল ফাইনাল হওয়ার কথা ছিল ইডেনে। কিন্তু ভারত-পাক সংঘর্ষের আবহে আইপিএল সূচি বদলে গিয়েছে। বৃষ্টির দোহাই দিয়ে ইডেনে প্লে অফ বা ফাইনাল কিছুই হবে না বলে খবর। সেটা হতে পারে আমেদাবাদে। এই অবিচারের বিরুদ্ধে শুক্রবার সিএবি ক্লাব হাউসের সামনে বিক্ষোভ দেখান ক্রিকেটপ্রেমীরা।
নিয়ম অনুযায়ী গতবারের চ্যাম্পিয়ন ও রানার্স দল উদ্বোধনী ম্যাচ ছাড়া প্লে অফ ও ফাইনাল পায়। সেই হিসাবে ইডেনে কোয়ালিফায়ার ২ ও ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু নতুন প্লে অফ সূচিতে (যা এখনও ঘোষিত হয়নি) শোনা যাচ্ছে কলকাতায় আর ম্যাচ নেই। এতেই ক্ষুব্ধ শহরের ক্রিকেটপ্রেমীরা। এদিন ইডেনের সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। তাতে লেখা ছিল, ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন থেকে আইপিএল ফাইনাল না সরানোর অনুরোধ বিসিসিআইকে। বিক্ষোভকারীদের প্রশ্ন ইডেনকে এড়িয়ে আমেদাবাদের প্রতি পক্ষপাতিত্ব নিয়েও।

আরও পড়ুন-টুটু বোসের ইস্তফাপত্র নিয়ে সিদ্ধান্ত ঝুলেই

এর আগে সিএবি থেকে বোর্ডকে চিঠি দিয়ে বলা হয়েছে তারা ৩ জুন আইপিএল ফাইনাল করতে সক্ষম। সেদিন যদি বৃষ্টি হয়, তাহলেও ম্যাচ আয়োজনের সুবন্দোবস্ত রয়েছে ইডেনে। মাঠের উন্নত মানের কভার ও যতগুলি সুপার সপার ইডেনে আছে তাতে অঝোরে বৃষ্টি হলেও পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে খেলা শুরু করা সম্ভব। এই মাঠের নিকাশি ব্যবস্থাও উন্নত। তাহলে ফাইনাল কেন ইডেনে হবে না? তবে বিসিসিআই অবশ্য সরকারিভাবে ইডেনে ফাইনাল হবে না এখনও বলেনি। বোর্ড সচিব জানিয়েছেন, লিগের ম্যাচ শেষ হলে ভেনু ঘোষিত হবে।

Latest article