প্রতিবেদন: হাসিনা বিরোধী আন্দোলনে সরাসরি মদত ছিল পাকিস্তানের। ইউনুস জমানায় জামাতপন্থী শক্তি-সহ অন্তর্বর্তী সরকারের মধ্যে পাক প্রভাব বাড়াতে গত কয়েক মাস ধরেই প্রবল সক্রিয় ছিলেন পাকিস্তানের রাষ্ট্রদূত। বাংলাদেশে ভারতবিরোধী জিগির তৈরিতে ইসলামাবাদের পরিকল্পনা অনুযায়ী সরকারকে পরামর্শ দিচ্ছিলেন পাক রাষ্ট্রদূত। কিন্তু হঠাৎ করে সম্প্রতি বাংলাদেশে তাঁর অন্তর্ধান রহস্য নিয়ে জল্পনা তীব্র হয়েছে।
আরও পড়ুন-পাকিস্তানকে কীভাবে অনুদান? রাজনাথ আপত্তি জানিয়ে বললেন আইএমএফকে
শোনা যাচ্ছে হানিট্র্যাপে ফেঁসে ঢাকা থেকে উধাও হয়েছেন ওই পাক কূটনীতিক। অভিযোগ, এক তরুণী ব্যাঙ্ককর্মীর সঙ্গে তাঁর গোপন সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছিল, যার পরিণতিতে তিনি বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ মারুফ জিন্স ও টিশার্ট পরে গত ১১ মে ঢাকা ছেড়েছেন বলে খবর। তাঁর দুবাই হয়ে ইসলামাবাদ যাওয়ার কথা বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গুরুতর প্রশ্নের মুখে দু’দেশের সম্পর্ক। যে ব্যাঙ্ককর্মীর সঙ্গে পাক কূটনীতিকের সম্পর্কের চর্চা, সেই ২৩ বছরের তরুণী রাজধানী ঢাকারই বাসিন্দা বলে সংবাদমাধ্যমের খবর। এই নিয়ে ঝড় উঠেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে মারুফের সঙ্গে ওই তরুণীর ছবি। ২০২৩-এর শেষের দিকে বাংলাদেশে আসেন মারুফ। কিন্তু সক্রিয়ভাবে কাজ শুরু করেন শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হওয়ার পর। বাংলাদেশের কট্টরপন্থী সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক গাঢ় করতে বিশেষ ভূমিকা নেন এই মারুফ। হ্যানিট্র্যাপে ফেঁসে যাওয়ার ঘটনা বাংলাদেশে অবশ্য এই প্রথম নয়। জানা যাচ্ছে, গতমাসেই এমনই এক ট্র্যাপে পড়েছিলেন সৌদি আরবের এক প্রাক্তন রাষ্ট্রদূত। তখনও বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক নিয়ে সংশয় তৈরি হয়। সেই ঘটনায় মডেল মেঘনা নামে এক মহিলাকে গ্রেফতার করেছিল পুলিশ।