সংবাদদাতা, মেদিনীপুর : মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলায় বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় ধাপের টাকা পাবেন উপভোক্তারা। উপকৃত হবে ৬২ হাজার ৫৯১টি পরিবার। দ্বিতীয় ধাপের জন্য খরচ হবে ৩৭৫ কোটি ৫৪ লক্ষ টাকার বেশি। ইতিমধ্যেই জেলার বিভিন্ন ব্লকে টাকা পাঠানোর কাজ শুরু করেছে জেলা প্রশাসন। এরপর ব্লক প্রশাসনের মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যাবে। প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, রাজ্যে সবচেয়ে বেশি বাড়ি পাচ্ছেন এই জেলার মানুষ। বিভিন্ন কারণে খুব কম সংখ্যক বাড়ি তৈরির কাজ শুরু হয়নি। কেন হয়নি, খতিয়ে দেখা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক সমস্যার জন্যই কাজ শুরু হয়নি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-গ্রাম চিকিৎসালয়
জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বিপুল পরিমাণে মানুষ উপকৃত হচ্ছেন। পুরো প্রক্রিয়া প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন আধিকারিকরা। দ্বিতীয় ধাপে টাকা পেয়ে বহু মানুষ উপকৃত হবেন। বাংলার বাড়ি প্রকল্পে এই জেলা অনেকটাই এগিয়ে।
জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, উপভোক্তাদের সঙ্গে কথা হয়েছে। কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা আটকে দেওয়ায় সমস্যায় পড়েছিল বহু পরিবার। রাজ্য সরকার দ্রুত ময়দানে নেমেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার প্রশাসনিক অনুষ্ঠান থেকে এই প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। জানা গিয়েছে, রাজ্যে জুড়ে ১২ লক্ষ মানুষ বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাচ্ছেন।