প্রতিবেদন : এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর যোগ্যতা অর্জন পর্বে আগামী ১০ জুন ভারতের ম্যাচ রয়েছে হংকংয়ের বিরুদ্ধে। তার প্রস্তুতি হিসেবে ৪ জুন থাইল্যান্ডের বিরুদ্ধে ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলবে মানোলো মার্কুয়েজের দল। ম্যাচটি থাইল্যান্ডে গিয়ে খেলেই হংকংয়ে যাবেন সুনীল ছেত্রীরা। জোড়া ম্যাচের জন্য তৈরি হতে কলকাতায় ১০ দিনের প্রস্তুতি শিবির শুরু করছে ব্লু টাইগার্স। রবিবার কলকাতায় একত্রিত হচ্ছেন ফুটবলাররা। শনিবারই মেহতাব সিং-সহ বেশ কয়েকজন খেলোয়াড় শহরে চলে আসেন। কলকাতা থেকেই শিবিরে যোগ দেবেন শুভাশিস বোস ও সুহেল ভাট। সোমবার থেকে পুরোদমে ট্রেনিং শুরু হয়ে যাবে সুনীল, মনবীর সিংদের। শিবিরের মধ্যেই দু’একটি প্রস্তুতি ম্যাচও খেলতে পারে ভারতীয় দল। তারমধ্যে একটি ম্যাচ হতে পারে সন্তোষ ট্রফিজয়ী বাংলা দলের বিরুদ্ধেও।
আরও পড়ুন-খ্রিস্টানদের পরিচালিত সংগঠনগুলির ভূমিকা তুলে ধরলেন ডেরেক
শহরে বাইপাসের ধারের পাঁচতারা হোটেলে থাকবেন ফুটবলাররা। দু’বেলা অনুশীলনের পরিকল্পনা রয়েছে কোচ মানোলোর। তারমধ্যেই হোটেলে জিম ও পুল সেশন থাকবে। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের পাশাপাশি নিউটাউনে ফেডারেশনের উৎকর্ষ কেন্দ্রের মাঠেও হতে পারে অনুশীলন। ভারতীয় দল সূত্রে খবর, কলকাতার শিবিরে টিম বন্ডিংয়ের পাশাপাশি ফুটবলারদের মধ্যে বোঝাপড়া তৈরিতে বেশি জোর দেবেন ভারতের স্প্যানিশ কোচ। এরপর টিম কম্বিনেশন ও রণকৌশল তৈরির লক্ষ্যে কাজ করবেন মানোলো।