নাইটদের আশায় বৃষ্টির জল

এই ম্যাচ খুব আবেগের ছিল বিরাট ভক্তদের জন্য। বিরাট টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এটাই প্রথম ম্যাচ খেলেতেন।

Must read

বেঙ্গালুরু, ১৭ মে : তবু কষ্টেসৃষ্টে ভেসে ছিল কেকেআর। কিন্তু বেঙ্গালুরুর বৃষ্টি তাদের ভাসিয়েই নিয়ে গেল। শনিবার চিন্নাস্বামীতে খেলা হল না বৃষ্টিতে। এতে পয়েন্ট ভাগাভাগি হয়ে যা অবস্থা দাঁড়াল, গতবারের চ্যাম্পিয়নরা ২৫ মে হায়দরাবাদকে হারালেও আর প্লে অফে যেতে পারবে না।
১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আইপিএল ব্রেকে গিয়েছিলেন রাহানেরা। বাকি দুই ম্যাচে জিতে সর্বাধিক ১৫ পয়েন্ট হতে পারত। কপাল ভাল থাকলে মুম্বই আর দিল্লিকে ধরার ন্যূনতম সুযোগও ছিল। গুজরাট, আরসিবি ও পাঞ্জাব নাইটদের ধরাছোঁয়ার বাইরে ছিল। এদিনের ১ পয়েন্ট নিয়ে নাইটরা এখন ১২। হায়দরাবাদকে হারালে সেটা ১৪ হতে পরে। তাতে যেহেতু লাভ হবে না, নাইটদের এবারের মতো দৌড় শেষ হয়ে গেল শনিবার গার্ডেন সিটিতে।

আরও পড়ুন-সেনাসম্মান-শহিদতর্পণ, রাজ্যে চলছে তৃণমূলের টানা দু’দিনের কর্মসূচি

ম্যাচের আগে নাইটদের জন্য যতটা কঠিন, ততটাই সহজ পরিস্থিতি ছিল আরসিবির জন্য। কেকেআর জিতলে প্লে-অফের দৌড়ে টিকে থাকত। আরসিবির জন্য একটা জয় দরকার ছিল প্রথম দল হিসাবে শেষ চারে পা রাখার। এই যখন পরিস্থিতি তখন টস সাতটায় করা যায়নি। জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠল, টস বৃষ্টির জন্য দেরিতে হবে। তারপর শুধু বৃষ্টিই হয়ে গেল। খেলা আর শুরু করা যায়নি।
এদিন টসের আগে থেকেই বেঙ্গালুরুর আকাশে বৃষ্টির তাণ্ডব চলেছে। কয়েকদিন ধরে গার্ডেন সিটিতে বৃষ্টি হয়েছে। আবহাওয়া রিপোর্টে বলা হয়েছিল শনিবার ভাল বৃষ্টি হবে। সেটাই মিলে গেল। চিন্নাস্বামী মাঠের ব্যবস্থা খুব ভাল। তাই এত বৃষ্টিতেও উইকেট আর বোলিং রান আপ শুধু ঢাকা হয়েছিল। গোটা মাঠ নয়। বলা হয়েছিল, বৃষ্টি হলে ৪৫ মিনিট সময় দিতে হবে মাঠ রেডি করতে। তাহলেই খেলা শুরু করা যাবে। বৃষ্টি সেই সুযোগ দেয়নি।

আরও পড়ুন-ইমরানের মুক্তি চেয়ে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন দুই পুত্র

এই ম্যাচ খুব আবেগের ছিল বিরাট ভক্তদের জন্য। বিরাট টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এটাই প্রথম ম্যাচ খেলেতেন। ফলে বেঙ্গালুরুতে বিরাট আবেগের জায়গা তৈরি হয়েছিল। গত কয়েকদিনে এখানে সাদা টেস্ট জার্সি খুব বিক্রি হয়েছে। বিরাটের পাশে থাকতে এই জার্সিতেই মাঠে আসতে বলা হয়েছিল ভক্তদের। কিন্তু প্রতিকূল আবহাওয়ায় এই আবেগে জল পড়ে গেল। প্রাপ্তি শুধু এটুকুই, প্লে-অফের দরজায় পৌঁছেছে আরসিবি।

Latest article