কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় ল্যান্ডমাইন ফেটে আহত ভারতীয় সেনার জওয়ান

পহেলগাঁও কাণ্ড এবং ‘অপারেশন সিঁদুরের’ পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি হয়েছে। দু’দেশের মধ্যে সামরিক সংঘাত চলেছে।

Must read

শনিবার কাশ্মীরের (Kashmir) পুঞ্চ জেলায় দিগওয়ার সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছাকাছি নজরদারি চালাচ্ছিলেন জওয়ানেরা। সেই সময়েই হঠাৎ জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। এই ঘটনায় আহত হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান। পাকিস্তানিদের অনুপ্রবেশ রুখতে নিয়ন্ত্রণরেখা বরাবর অঞ্চলে ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়। বৃষ্টি বা কোনও কারণে মাটি সরে গেলে এই ধরনের দুর্ঘটনা হতে পারে। শনিবার সেরকম কিছুই হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সেই জওয়ানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তিনি আপাতত চিকিৎসাধীন।

আরও পড়ুন-ইসরোর ১০১ তম স্যাটেলাইট উৎক্ষেপণ অভিযান ব্যর্থ

পহেলগাঁও কাণ্ড এবং ‘অপারেশন সিঁদুরের’ পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি হয়েছে। দু’দেশের মধ্যে সামরিক সংঘাত চলেছে। সংঘর্ষবিরতি হলেও ভারত এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলছেই। এই অবস্থায় ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখায় নজরদারি আরও বাড়িয়েছে ভারতীয় সেনা। উল্লেখ্য, অপারেশন সিঁদুর এর পরেও জম্মু ও কাশ্মীরে একাধিক জঙ্গিদমন অভিযান হয়েছে। গত মঙ্গলবার সোপিয়ানে নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযানে লশকরের সঙ্গে যুক্ত তিন জঙ্গির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলওয়ামা জেলার ত্রালে অভিযান চালানো হয়। সেই অভিযানে তিন জইশ জঙ্গি হত হয়েছেন। কাশ্মীরের বাদগাম এলাকা থেকে গ্রেফতার হন তিন লশকর-সহযোগী। শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় অভিযান চালিয়েছে বম্ব ডিসপোজ়াল স্কোয়াড।

Latest article