রবিবার সকালে ফের ভূমিকম্প অরুণাচলপ্রদেশে (Arunachal Pradesh)। এই নিয়ে পর পর দু’দিন ভূমিকম্প হল অরুণাচলপ্রদেশে। তবে এখনও পর্যন্ত হতাহত এবং ক্ষয়ক্ষয়তির কোনরকম খবর নেই। রবিবার সকালে অরুণাচলপ্রদেশের ভূমিকম্পের রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৮। ভোর ৫টা বেজে ৬ মিনিটে কম্পন অনুভূত হয় । National Center for Seismology এই বিষয়ে জানিয়েছে, কম্পনের উৎসস্থল হল ডিবাং ভ্যালির মাটির নীচে, ১০ কিলোমিটার গভীরের এলাকা।
একদিন আগেই অরুণাচল প্রদেশ ভূমিকম্পে কেঁপে উঠেছিল। শনিবারও ডিবাং ভ্যালির কাছে এলাকাতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৪। সেই সময় মাটির নীচে ১২ কিলোমিটার গভীর এলাকা থেকে কম্পন ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, শনিবার ও রবিবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার উত্তরের সুমাত্রা দ্বীপ। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৪.৬। রাত ২টো বেজে ৫০ মিনিটে সুমাত্রা দ্বীপ কেঁপে ওঠে। জানা গিয়েছে মাটির নীচে, প্রায় ৫৮ কিলোমিটার গভীরতা থেকে কম্পন ছড়িয়ে পড়ে। আতঙ্কে সেই রাতে বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে যান সাধারণ মানুষ। শনিবার ৫.৪ তীব্রতায় কেঁপে ওঠে মায়ানমার। ভূমিকম্প হয় আফগানিস্তানেও। শুক্রবার তীব্র কম্পন অনুভূত হয় চিনে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৫।