হায়দরাবাদের চারমিনারের পাশে বহুতলে আগুন, মৃত শিশু ও মহিলা সহ ১৭

সূত্রের খবর, গুলজার হাউসের বহুতলে আগুন লেগে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে।

Must read

হায়দরাবাদের (Hyderabad) চারমিনারের কাছে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর, গুলজার হাউসের বহুতলে আগুন লেগে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের এক সিনিয়র আধিকারিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, প্রথমে আট জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বহুতলে বাকি আরও অনেকেই আটকে আছেন বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধারে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পরে জানা গিয়েছে, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাত বছরের একটি মেয়ে এবং বেশ কয়েকজন মহিলা সহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত না হলেও, শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। দমকল বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, সকাল ৬.৩০ নাগাদ তারা একটি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছন। এগারোটি দমকল ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে এবং আহতদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন-রবিবার সকালে ভূমিকম্প অনুভূত অরুণাচলে

দমকল সূত্রে খবর, সকাল সাড়ে ৬টা নাগাদ ফোন আসে তারপর তাঁরা ঘটনাস্থলে যান। অনেকেই অচেতন অবস্থায় ছিল। স্থানীয় বিভিন্ন হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয়। আগুনের ফলে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রকৃত সংখ্যা কত সেটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। মৃতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। স্থানীয়দের তরফে আঙ্গুল তোলা হচ্ছে প্রশাসনের দিকেই। হায়দরাবাদ যেহেতু উন্নতমানের একটি শহর তাই পুলিশ, পুরসভা, দমকল ও বিদ্যুৎ দফতরকে আরও দায়িত্বশীল হওয়া উচিত বলেই তারা মনে করছে। এখানে দমকল বিভাগের কাছে পর্যাপ্ত সরঞ্জাম নেই বলেও অভিযোগ উঠেছে। সাড়ে ৭টা পর্যন্ত দমকলের কাছে পর্যাপ্ত সরঞ্জাম ছিল না। তেলিঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি শোকপ্রকাশ করেছেন।

 

Latest article