কপোতাক্ষের জল আটকে বাংলাদেশকে উচিত শিক্ষা

বসানো হল স্লুইস গেট

Must read

প্রতিবেদন : বাংলাদেশকেও এবার জল আটকে জবাব দেওয়া শুরু করল ভারত। পাকিস্তানে সিন্ধুর জল আটকে আর চন্দ্রভাগার জল ছেড়ে ভারত উচিত শিক্ষা দিয়েছে। এবার পড়শি বাংলাদেশকেও জল আটকে সবক শেখাতে শুরু করল ভারত।
ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তের বয়রা গ্রামে। এখানেই বাংলাদেশের কপোতাক্ষ নদের (Kopotakkho River) জল আটকাতে তৈরি হয়েছে স্লুইস গেট। বর্ষায় বয়রা গ্রামের বিঘের পর বিঘে জমি ভাসিয়ে নিয়ে যায় কপোতাক্ষ নদের জল। তাই সেই জল আটকে বাংলাদেশকে কড়া বার্তা দেওয়া হল। এর আগে বাংলাদেশকে একাধিকবার বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু এই সমস্যার কোনও সুরাহা হয়নি।
দুই দেশের সীমান্ত দিয়ে বয়ে গিয়েছে বাংলাদেশের কপোতাক্ষ নদ (Kopotakkho River)। বর্ষাকালে এই নদীর জল উপচে সীমান্তের এপারে বয়রা গ্রামে ঢুকে পড়ে ফসলের জমির ক্ষতি করে। এই সমস্যার সমাধানে বর্ষায় কপোতাক্ষ নদের জল আটকাতে স্লুইস গেট তৈরি করছে বাগদা পঞ্চায়েত সমিতি। গত অক্টোবর মাস থেকে কাজ শুরু হয়। ইতিমধ্যেই শেষ হয়েছে সেই কাজ। শনিবার শেষ পর্যায়ের কাজ পরিদর্শন করেন জেলাশাসক-সহ স্থানীয় প্রশাসন। চলতি বর্ষার মধ্যেই কাজ শুরু করবে এই স্লুইস গেট। ফলে কপোতাক্ষর জল আর ভারতে ঢুকে ফসলের ক্ষতি করতে পারবে না।

আরও পড়ুন-বীর সেনানীদের শ্রদ্ধা, নেত্রীর আহ্বানে কৃতজ্ঞতা তৃণমূলের

Latest article