”আগামী ৫ বছরে আমাদের ১৫ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট প্ল্যান আছে”: হর্ষ নেওটিয়া

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বিপুল পরিমান সাফল্যের পর এবার উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বিপুল পরিমান সাফল্যের পর এবার উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি। ক্ষুদ্র ও কুটির শিল্প ছাড়াও পর্যটন, ফুড প্রসেসিং, চা শিল্পের উপর বিশেষ করে নজর দেওয়ার বিষয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। সেখানে আজ উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি হর্ষ নেওটিয়া।

আরও পড়ুন-অন্ধ্রে গাড়ির ভিতরে আটকে দমবন্ধ হয়ে মৃত চার শিশু

শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই শিল্প সম্মেলনে বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরে এদিন হর্ষ নেওটিয়া বলেন, ”প্রায় ২০ বছর উত্তরবঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। উত্তরায়ণ আমার প্রথম প্রজেক্ট, পঙ্কজ চ্যাটার্জি সেই সুযোগ দিয়েছিলেন। আজ রুদ্র এখানে আছে। সেই প্রকল্পে হাসপাতাল করেছি, মকাইবাড়ি চা বাগানে হোটেল করার সুযোগ হয়েছে। আমি বিশ্বাস করি শেষ ২০ বছরে অনেক সুযোগ দেখেছি ও সেটা ক্রমশঃ বাড়ছে। প্রথমে যখন এসেছিলাম একদিন অন্তর ১টা করে প্লেন চলত এখন প্রচুর ফ্লাইট চলে। এখানে দিনে ৫০ ৬০ প্লেন আসার সুযোগ আছে। পাঁচটি পাঁচতারা হোটেল আসছে শিলিগুড়িতে। আমাদেরও প্রজেক্ট আছে। এছাড়া আমাদের ১৫ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট প্ল্যান আছে আগামী ৫ বছরে। দিদির থেকে সহযোগিতা ও মানুষের আশীর্বাদ পেয়েছি। আপনারা আশীর্বাদ না করলে প্রজেক্ট সফল হবেনা। আমি খুবই আশাবাদী বেঙ্গল নাম্বার ওয়ান স্টেট্ একসময় ছিল আবার আমরা সেই জায়গায় পৌঁছব।”

Latest article