সোমবার মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জগবুদি নদীতে পড়ে গেলে কমপক্ষে পাঁচজন নিহত হন। ভোরবেলা মুম্বই-গোয়া হাইওয়েতে (Mumbai Goa Highway) দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটে। সূত্রের খবর, যাত্রীরা একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাই থেকে দেবরুখ যাচ্ছিলেন। দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হলেও, গাড়ির চালক আহত হন এবং তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন-”আগামী ৫ বছরে আমাদের ১৫ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট প্ল্যান আছে”: হর্ষ নেওটিয়া
দুর্ঘটনার কারণ যদিও এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্ত অনুযায়ী, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে গিয়ে ১০০ থেকে ১৫০ ফুট গভীর নদীতে পড়ে যায়। ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ডুবে যাওয়া গাড়ি থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা করেন। খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারীর দল। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার মূল কারণ শনাক্ত করার জন্য পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে। ক্রেন দিয়ে নদী থেকে গাড়িটি তোলা হয় এবং গাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।
আরও পড়ুন-অন্ধ্রে গাড়ির ভিতরে আটকে দমবন্ধ হয়ে মৃত চার শিশু
জানা গিয়েছে, বিকট আওয়াজ শুনে স্থানীয়রা প্রথমে ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। এর আগে, ১০ ও ১১ মে রাতে মহারাষ্ট্রের সালপে গ্রামের কাছে সাতারা-লোনান্দ রুটে একটি টেম্পো ট্রাভেলার এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত এবং আটজন আহত হন। সেই ক্ষেত্রে ট্রাকটি দ্রুত গতিতে চলছিল বলে জানা গেছে।