উত্তরবঙ্গ-দিঘা প্রতিদিন ৬টি ভলভো বাস, জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ, জানালেন মুখ্যমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গের ৬টি জেলা থেকে দিঘাগামী ৬টি ভলভো বাসের উদ্বোধন হতে চলেছে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গের ৬টি জেলা থেকে দিঘাগামী ৬টি ভলভো বাসের উদ্বোধন হতে চলেছে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বিজনেস সামিট থেকে মুখ্যমন্ত্রী জানান শিলিগুড়ি, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ, এই ৬টি জায়গা থেকে প্রতিদিন দিঘার উদ্দেশে রওনা দেবে ভলভো বাস।

আরও পড়ুন-মেয়েদের জন্য টেকনো ইন্ডিয়া ওয়ার্ল্ড রেসিডেন্সিয়াল স্কুল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বাংলার উন্নয়নে উত্তরের জেলায় শিল্পে জোয়ার আনতে এদিন শিলিগুড়িতে বিজনেস সামিটের আয়োজন করা হয়। যেখানে ৮টি জেলা থেকে একাধিক শিল্পপতি এবং উদ্যোগপতিরা উপস্থিত আছেন এবং উত্তরবঙ্গের শিল্পায়নে বিকাশ ঘটানোর প্রচেষ্টায় চলছে বৈঠক। এদিনের সামিটে ইথানল কারখানা, মাখনা, ভুট্টা প্রক্রিয়াকরণ, পর্যটন, চা শিল্পের আরও সম্প্রসারণ, শিল্পতালুক সহ কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী বলেন, “শিল্পের জন্য সরকারের নিজস্ব জমি ব্যাঙ্ক রয়েছে। প্রচুর দক্ষ শ্রমিকও রয়েছে। ছোট ছোট শিল্পেও অনেক কর্মসংস্থান হয়। তাই ভারী এবং ক্ষুদ্র দু’ ধরনের শিল্পে আমরা গুরুত্ব দিচ্ছি। আগামী জুলাইয়েই জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন হয়ে যাবে। এজন্য রাজ্যের ব্যয় হয়েছে ৫০১ কোটি টাকা। উত্তরবঙ্গের মানুষকে যেন কথায় কথায় না কলকাতায় যেতে হয়, তাই এই ব্যবস্থা করা হচ্ছে। ১২ জুলাই সম্ভবত উদ্বোধন হবে। তবে এটা হাইকোর্ট ঠিক করবে।”

Latest article