প্রতিবেদন : দিঘার (Digha) জগন্নাথধামের সুনাম গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। বিদেশিদের মধ্যেও আগ্রহ বাড়ছে। সেই সূত্রেই বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী সংস্থা ফোর্ডের বর্তমান উত্তরাধিকারী হেনরি ফোর্ডের প্রপৌত্র অ্যালফ্রেড ফোর্ড এই মন্দির নিয়ে আগ্রহী বলে জানা গিয়েছে। অ্যালফ্রেড নাকি খোঁজখবর নিচ্ছেন পুরীর মন্দিরের আদলে তৈরি জগন্নাথধামে কখন, কত রকমের পুজো হয়। পুরীর মতোই প্রতি প্রহরে ভোগ দেওয়া হয় কিনা। বিস্তারিত জানার পরই তিনি আসতে চেয়েছেন বলে খবর।
আরও পড়ুন-পাশে রাজ্য, চাকরিতে যোগ উকিলের ছেলের
জানা গিয়েছে, ২৪ মে অন্তত ২০ জনের বিদেশি জগন্নাথভক্তের একটি দল আসতে চলেছে দিঘার জগন্নাথধামে। এমন অসংখ্য বিদেশি ভক্ত মন্দির নিয়ে খোঁজখবর শুরু করেছেন। তাঁরা নতুন মন্দির দেখতে আগ্রহী। ইসকন মন্দিরের নিত্যপুজোর দায়িত্বে। ফলে তাদের বিদেশি ভক্তেরা মন্দিরের আশপাশের হোটেল, পরিচ্ছন্ন থাকার জায়গা আছে কিনা খোঁজ নিচ্ছেন। ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানাচ্ছেন, পুরীর মন্দিরে বিদেশিরা যেতে পারেন না। সেই মন্দিরের আদলে তৈরি দিঘার এই মন্দিরে কারও প্রবেশে বাধা নেই। ইতিমধ্যে উদ্বোধনের পর থেকে রবিবার পর্যন্ত ২০ লক্ষ মানুষ এসেছেন। তাঁদের মধ্যে ১৫০টি দেশের ১৯০ জন ভক্ত রয়েছেন।
আরও পড়ুন-দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি, দুই শাবকের জন্ম তুষার চিতার
দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানিয়েছেন, বিপুল পর্যটক বাড়ছে দিঘায়, সবটাই প্রভু জগন্নাথের জন্য। সামনে রথ। তখন আরও পর্যটক ও ভক্ত সমাগম হবে।