সুপ্রিম কোর্টে ফের ভর্ৎসিত সেই দাগি মন্ত্রী

এদিন সুপ্রিম কোর্ট ওই মন্ত্রীকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়। আপনার আচরণ ও কথায় মাথা ঝুঁকে গিয়েছে গোটা দেশের

Must read

প্রতিবেদন : কর্নেল সোফিয়া কুরেশিকে উদ্দেশ্য করে বেফাঁস মন্তব্য করার জন্য সোমবার সুপ্রিম কোর্টে (Supreme court) আবার ভর্ৎসিত হলেন মধ্যপ্রদেশের সেই দাগি বিজেপি মন্ত্রী বিজয় শাহ। নির্বোধ বলে তাঁকে অভিহিত করে শীর্ষ আদালত। তাঁর ক্ষমাপ্রার্থনার আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি কোটিশ্বর সিংয়ের বেঞ্চ। গেরুয়া মন্ত্রীর বিরুদ্ধে গড়ে দিয়েছে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি।

আরও পড়ুন-জয়-পরাজয় নয়, কাজ করতে হবে হাতে হাত মিলিয়ে : অভিষেক

এদিন সুপ্রিম কোর্ট ওই মন্ত্রীকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়। আপনার আচরণ ও কথায় মাথা ঝুঁকে গিয়েছে গোটা দেশের। লজ্জিত গোটা জাতি। দুই বিচারপতির বেঞ্চ প্রশ্ন তোলে, কী ধরনের ক্ষমা? কী ছিল সেই ক্ষমাপ্রার্থনায়? আইনের হাত থেকে বাঁচতে ক্ষমা চেয়ে নেন অনেকেই। কোনও সময়ে কাঁদেন কুমিরের কান্নাও। আপনারটা এর মধ্যে কোন ধরনের? বেঞ্চ রীতিমতো ধমকের সুরে মন্তব্য করেন, আপনি যেভাবে নির্বোধের মতো কথা বলছেন, তা পুরোপুরি চিন্তার বাইরে। ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই আপনার।

Latest article