ভারত ধর্মশালা নয়! উদ্বাস্তু ইস্যুতে মন্তব্য করল সুপ্রিম কোর্ট

Must read

প্রতিবেদন : ভারত কোনও ধর্মশালা নয় যে গোটা বিশ্বের উদ্বাস্তুদের এখানে আশ্রয় দেওয়া যাবে! এক মামলার শুনানি চলাকালীন মৌখিক পর্যবেক্ষণে একথা বলেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শ্রীলঙ্কার এক তামিল নাগরিককে আটক করার বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা হয়। ওই মামলা খারিজ করার সময় এই পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ বলেছে, ভারত কোনও ধর্মশালা নয় যে সব উদ্বাস্তুকে আশ্রয় দেবে।
আইন বিষয়ক এক পোর্টালের রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কার এক নাগরিকের করা মামলায় বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছেন, ভারত কি এখন গোটা বিশ্বের উদ্বাস্তুদের জন্য আশ্রয়স্থল হয়ে উঠেছে? আমাদের নিজেদেরই তো ১৪০ কোটি জনসংখ্যা রয়েছে। এটা কোনও ধর্মশালা নয় যে আমরা গোটা বিশ্বের বিদেশি নাগরিকদের জন্য ব্যবস্থা করব। এই মামলার আবেদনকারী শ্রীলঙ্কার তামিল নাগরিকের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা চলছে।

আরও পড়ুন-কেন্দ্রের টোল ট্যাক্স নিয়ে তীব্র অসন্তোষ মুখ্যমন্ত্রীর

Latest article