বিজেপির দুষ্কৃতীর হাতে খুন তৃণমূল কংগ্রেস কর্মী

সাংগঠনিক শক্তিতে পেরে উঠতে পারছে না বিজেপি। এবার বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক তৃণমূল কংগ্রেস কর্মী

Must read

সংবাদদাতা, মালদহ: সাংগঠনিক শক্তিতে পেরে উঠতে পারছে না বিজেপি। এবার বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। হাঁসুয়া দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ। মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম সুবল ঘোষ। বাড়ি ইংরেজবাজারের মহদিপুর বারোদুয়ারি গ্রামে।

আরও পড়ুন-জল্পেশ মন্দিরের স্কাইওয়াকের ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

মৃত তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ, রবিবার রাতে এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে যাচ্ছিলেন সুবল ঘোষ। ঠিক সেই সময় তাঁকে একা পেয়ে এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে তাড়া করে হাঁসুয়ার কোপ মেরে নৃশংসভাবে খুন করা হয়। সুবল ঘোষ এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত ছিলেন। সক্রিয় কর্মী থাকায় বিজেপি কর্মীদের আক্রোশ ছিল। আর সেই আক্রোশেই তাঁকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest article