ইডেনের ভাগ্য নির্ধারিত হতে পারে আজ বৈঠকে

মঙ্গলবার অবশ্য আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক রয়েছে। তাতে প্লে অফ ও ফাইনালের ভেনু ঠিক হয়ে যাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

Must read

প্রতিবেদন : আইপিএল ফাইনাল নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। যা পরিস্থিতি তাতে ব্যাপারটা এখন ৫০-৫০। মঙ্গলবার অবশ্য আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক রয়েছে। তাতে প্লে অফ ও ফাইনালের ভেনু ঠিক হয়ে যাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুন-এবার তবে কাকে দায়ী করা হবে?

এর আগে লিগের বাকি ম্যাচ কোথায় হবে তার ভেনু ঘোষণা করেছিল বোর্ড। তাতে কলকাতা ছিল না। কেকেআরের অবশ্য দুটি খেলা বাকি ছিল। যার একটা ইতিমধ্যেই হয়েছে। বেঙ্গালুরুর কাছে হরে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে অজিঙ্ক রাহানের দল। ২৫ মে হায়দরাবাদে নিয়মরক্ষার খেলা রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে। এই ম্যাচের ফল নিয়ে দুটো দলের কারও কিছু যায়-আসে না। দুটো দলই টুর্নামেন্টের বাইরে চলে গিয়েছে। এর আগে বোর্ডের তরফে বলা হয়েছিল লিগের খেলা শেষ হলে প্লে অফ ও ফাইনালের ভেনু ঘোষণা হবে। তাই মঙ্গলবারের বৈঠকের পর ইডেন ফাইনাল পেল কিনা জানা যাবে কিনা সেটাই প্লশ্ন। এখানে ফাইনাল ছাড়াও কোয়ালিফায়ার ২-এর ম্যাচ ছিল। গতবারের চ্যাম্পিয়ন দল হিসাবে এটা কেকেআরের হোম গ্রাউন্ডের প্রাপ্য। কিন্তু বর্ষা এসে যাবে বলে ইডেন থেকে ফাইনাল সরানোর খবর হাওয়ায় ভাসছে অনেকদিন ধরে। বোর্ডের তরফে এখন আবহাওয়ার গতিবিধির দিকে নজর রাখা হচ্ছে। ফাইনাল (৩ জুন) ও তার আশপাশের সময়ে কোথায় বৃষ্টি হবে আর কোথায় শুকনো যাবে, সেদিকে নজর রাখা হচ্ছে।
সিএবি ফাইনাল চেয়ে চিঠি দিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ও ফাইনাল নিয়ে আশ্বস্ত করেছেন। বিভিন্ন মহলে কথা চলছে। যাতে ইডেন প্রাপ্য ফাইনাল পায়। তবে কেকেআর ছিটকে যাওয়ায় সিএবির জন্য ব্যাপারটা চাপের হয়েছে। নাইটরা না খেললে মাঠ ভরবে কিনা সেই প্রশ্ন রয়েছে। ফাইনাল একান্তই না পেলে ইডেনের কপালে একটি কোয়ালিফায়ার ও এলিমিনেটর জুটতে পারে বলে খবর।

Latest article