উত্তরপ্রদেশে নাশকতার ছক! অল্পের জন্য রক্ষা রাজধানী এক্সপ্রেসের

Must read

রেললাইনের উপর কাঠের গুঁড়ি ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা উত্তরপ্রদেশে, চালকের তৎপরতায় রক্ষা পেল রাজধানী ও কাঠগোদাম এক্সপ্রেসের মতো দুটি যাত্রীবাহী ট্রেন। নাশকতার ষড়যন্ত্র করা হয়েছিল বলেই প্রাথমিক অনুমান পুলিশের। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন- অন্ধ্রে দলিত ইঞ্জিনিয়ারিং ছাত্রকে অপহরণ করে মারধর

রেল ও পুলিশ সূত্রে জানা গেছে সোমবার সন্ধেয় হরদেই-লখনউ রেলরুটে উত্তরপ্রদেশের হরদই জেলার ডালেনগর এবং উমরতলি স্টেশনের মাঝে লাইনের উপর আর্থিন দেওয়ার লোহার তারের সঙ্গে আটকে রাখা হয় কাঠের গুঁড়ি। সেই সময় ওই লাইনে আসছিল ডিব্রুগড়-দিল্লি রাজধানী এক্সপ্রেস (Derail Rajdhani Express)। বিষয়টি বুঝতে পেরেই দ্রুত ব্রেক কষেন চালক।ট্রেন থামার পর কাঠের গুঁড়ি সরিয়ে রেল আধিকারিকদের খবর দেন চালক। রাজধানী এক্সপ্রেসের ঠিক ঠিক পিছনে ছিল কাঠগোদাম- লখনৌ এক্সপ্রেস, সেই ট্রেনের চালকও অন্তত তৎপরতার সঙ্গে গাড়ি থামিয়ে দেন। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন আরপিএফ ও রেল কর্তারা। নাশকতার ছক কাদের, তা জানতে শুরু হয়েছে তদন্ত।

Latest article