মাদার পার্টিকে না জানিয়েই প্রতিনিধি বেছেছে কেন্দ্র। পাক বিরোধী প্রচারে ৩২ দেশে যাওয়ার জন্য সাংসদ ও আধিকারিক প্রতিনিধি দলের তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)। এর প্রেক্ষিতে দলনেত্রীকে ফোন করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তখনই প্রতিনিধি দলে অভিষেকের নাম মনোনীত করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পহেলগাম হামালা ও পরবর্তী সংঘর্ষের প্রেক্ষিতে পাক বিরোধী প্রচারে ৩২ দেশে যাওয়ার জন্য সম্প্রতি সাংসদ ও আধিকারিক প্রতিনিধি দলের তালিকা পেশ করে কেন্দ্র। সেখানে একটি প্রতিনিধি দলে রাখা হয় তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে। কিন্তু পরে দলের তরফে থেকে জানানো হয়েছে ইউসুফ যাচ্ছেন না। এই বিষয়ে সোমবার তৃণমূল সভানেত্রী বলেন, মাদার পার্টির কাছে এই প্রতিনিধি দলে নাম পাঠানোর বিষয়ে কেন্দ্রের তরফে কোনও অনুরোধ আসেনি। উষ্মা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন তারা (কেন্দ্র) রাজনৈতিক দলকে না জানিয়ে সংসদীয় কমিটিতে জানাচ্ছে। তৃণমূল নেত্রী স্পষ্ট জানান, “তারা নিজেরাই সদস্যের নাম নির্ধারণ করতে পারে না। এটি তারা অনুমোদন করছেন না। কোন প্রতিনিধি যাবেন সে বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। যদি তারা অনুরোধ করে তবে মাদার পার্টি প্রথা অনুসারে সিদ্ধান্ত নেবে।” অভিষেকও জানান, “কেন্দ্র এখন যদি পাঁচজনের নাম চায় আমরা এক ঘণ্টার মধ্যে দিয়ে দেব। কিন্তু সেটা ঠিক করবে তৃণমূলই। কেন্দ্র নয়।”
আরও পড়ুন- উত্তরপ্রদেশে নাশকতার ছক! অল্পের জন্য রক্ষা রাজধানী এক্সপ্রেসের
এই পরিস্থিতিতে বিষয়টির গুরুত্ব বুঝে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কিরেণ রিজিজু। সেখানেই দলনেত্রী প্রতিনিধি দলে অভিষেকের নাম জানান। এর পরেই এই খবর জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “অপারেশন সিঁদুর’ নিয়ে সর্বদলীয় প্রতিনিধিদলে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee-র নাম মনোনীত করলেন দলনেত্রী ও মুখ্যমন্ত্রী Mamata Banerjee”।