হংকং, সিঙ্গাপুরে বাড়ছে কোভিড

দেশের বিশাল জনসংখ্যার প্রেক্ষিতে সংক্রমণ নগণ্য। আর উল্লেখযোগ্যভাবে প্রায় সমস্ত কেসের ক্ষেত্রেই হাসপাতালে ভর্তির প্রয়োজন হচ্ছে না।

Must read

প্রতিবেদন: পাঁচ বছর পর আবার বিশ্বে কোভিড-১৯-এর বাড়বাড়ন্ত শুরু হয়েছে। বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ‍্যাও। বিশেষ করে হংকং এবং সিঙ্গাপুরে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে অনেকটাই। সিঙ্গাপুরে কোভিড কেস ২৮ শতাংশ বেড়েছে। পজিটিভ আক্রান্তের সংখ্যা বেড়েছে হংকংয়ে। এক সপ্তাহেই ৩১টি গুরুতর কেস রিপোর্ট করা হয়েছে।

আরও পড়ুন-জামিন পেলেন নুসরত ফারিয়া

সিঙ্গাপুর উচ্চ সতর্কতায় রয়েছে। সেখানে কেসের আনুমানিক সংখ্যা ১১,১০০ থেকে বেড়ে ১৪,২০০ হয়েছে। দৈনিক হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন JN 1 Covid 19 এখন সংক্রমণ ঘটাচ্ছে। এটি হল ওমিক্রন BA.2.86 এর পরবর্তী প্রজন্ম। এটি বেশ সংক্রমক। এই ভ্যারিয়েন্টকে পিরোলা নামে ডাকা হচ্ছে। সাধারণ কোভিডের মতোই এর উপসর্গ। এদিকে ভারতে এখনও পর্যন্ত কোভিড পজিটিভের সংখ্যা ২৫৭। সরকারি সূত্রে বলা হয়েছে, ভারতের কোভিড পরিস্থিতি স্থিতিশীল। দেশের বিশাল জনসংখ্যার প্রেক্ষিতে সংক্রমণ নগণ্য। আর উল্লেখযোগ্যভাবে প্রায় সমস্ত কেসের ক্ষেত্রেই হাসপাতালে ভর্তির প্রয়োজন হচ্ছে না।

Latest article