বালুচিস্তানে স্কুল বাসে বোমা ভর্তি গাড়ির ধাক্কা, নিহত ৪ শিশু

অশান্ত দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে একটি স্কুল বাসে ধাক্কা দিল বোমা ভর্তি গাড়ি। নৃশংস এই হামলায় ৪ শিশু নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন।

Must read

নিরীহ শিশুদের লক্ষ্য করে বর্বরতা বালুচিস্তানে (Baluchistan)। অশান্ত দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে একটি স্কুল বাসে ধাক্কা দিল বোমা ভর্তি গাড়ি। নৃশংস এই হামলায় ৪ শিশু নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। স্থানীয় ডেপুটি কমিশনার ইয়াসির ইকবাল এই ঘটনা প্রসঙ্গে বলেন, বালুচিস্তান প্রদেশের খুজদার জেলায় একটি বাস শিশুদের স্কুলে নিয়ে যাচ্ছিল, সেই সময়েই এই হামলার ঘটনা ঘটে। যদিও এখনও কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি, তবে জাতিগত বালুচ বিচ্ছিন্নতাবাদীরা এই ঘটনার নেপথ্যে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এরা মাঝে মধ্যেই এই অঞ্চলের নিরাপত্তা বাহিনী এবং নাগরিকদের নিশানা করে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলার নিন্দা করেছেন এবং শিশুদের মৃত্যুর প্রতি সমবেদনা জানিয়েছেন। অপরাধীদের “পশু” হিসেবে বর্ণনা করেন তিনি। উল্লেখ্য, বালুচিস্তান দীর্ঘদিন ধরে অশান্ত। বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) সহ বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হামলা চালিয়ে আসছে বেশ কিছুদিন ধরেই। মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৯ সালে বিএলএকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করে। আফগানিস্তানের সীমান্তবর্তী বালুচিস্তানের কিল্লাহ আবদুল্লাহ শহরের একটি বাজারের কাছে গাড়ি ভর্তি বোমা হামলায় চারজন নিহত হওয়ার কয়েকদিন পর এই হামলাটি ঘটল।

Latest article