প্রতিবেদন : ডেঙ্গি প্রতিরোধে রাজ্যের গ্রামীণ এলাকায় আবর্জনা চিহ্নিতকরণ ও কেন্দ্রীয়ভাবে নজরদারির জন্য রাজ্য পঞ্চায়েত দফতর বিশেষ পোর্টাল চালু করেছে। এই পোর্টালের মাধ্যমে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কোথায় আবর্জনার স্তূপ জমেছে, জিও-ট্যাগ করে তার ম্যাপ তৈরি করা হবে। এরপর সেই সব স্থানে দ্রুত সাফাই নিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ চালাবে রাজ্য পঞ্চায়েত দফতর। নির্ধারিত সময়ের মধ্যে কাজ না-হলে পোর্টালের মাধ্যমেই বিষয়টি রাজ্যস্তরের কর্তাদের নজরে আনা হবে বলে দফতর সূত্রে জানা গিয়েছে। এদিকে এই উদ্যোগের পাশাপাশি বর্ষায় ডেঙ্গি ও অন্যান্য মশাবাহিত রোগের প্রকোপ রুখতে ২৬ মে থেকে ২০ জুলাই পর্যন্ত পঞ্চায়েত স্তরে বিশেষ সাফাই অভিযান বা পালস মোড ক্লিনিং শুরু হচ্ছে। এই ৫৬ দিনের কর্মসূচিকে ১৪ দিনের চারটি ধাপে ভাগ করা হয়েছে। প্রতিটি ধাপে মশার সম্ভাব্য প্রজননস্থলগুলিকে একাধিকবার সাফাই করা হবে। অতীতের অভিজ্ঞতা বলছে, সঠিকভাবে এই ধাপগুলি কার্যকর হলে ডেঙ্গির প্রকোপ অনেকটাই রোধ করা সম্ভব।
আরও পড়ুন-দলেরই মহিলা কর্মীকে গণ.ধর্ষণের পর মুখে প্রস্রাব বিজেপি বিধায়কের
এই কর্মসূচি ঘিরে রাজ্য পঞ্চায়েত দফতর ১৯ মে প্রতিটি জেলা প্রশাসনকে চিঠি পাঠিয়েছে। জনবহুল এলাকায় বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি এবং ১৪ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। এছাড়া, ‘ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম’-এর অধীনে কাজ করা স্বেচ্ছাসেবক ও সুপারভাইজারদেরও উৎসাহিত করছে রাজ্য। ডেঙ্গি প্রতিরোধে ভালো কাজের জন্য জাতীয় ও ব্লক স্তরে ‘ডেঙ্গি ওয়ারিয়র’দের সম্মান জানানো হয়েছে।