পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ নজর

একই সঙ্গে পরিচয় শ্রমিকদের পরিবারকেও যাতে কোনওরকম অসুবিধার মধ্যে পড়তে না হয়। সে বিষয়টিও নজরদারির মধ্যে রাখতে বলেন তিনি।

Must read

প্রতিবেদন : বাংলার বিভিন্ন শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। বাংলায় ফিরে এলে তাদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সে বিষয়ে জেলা প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পরিচয় শ্রমিকদের পরিবারকেও যাতে কোনওরকম অসুবিধার মধ্যে পড়তে না হয়। সে বিষয়টিও নজরদারির মধ্যে রাখতে বলেন তিনি।

আরও পড়ুন-সিপি ও পরিবহণ সচিবের সঙ্গে বৈঠক, আপাতত স্থগিত ৩ দিনের বাস ধর্মঘট

বুধবার উত্তর কন্যার প্রশাসনিক সভা থেকে ডিএম, এসপিদের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২১২ জন পরিযায়ী শ্রমিকদের এক কোটি ৯৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে । উত্তরবঙ্গে অনেক পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত হয়েছে, এদের দিকে নজর রাখতে হবে। এরা যাতে ফিরে এসে কাজ করতে পারে সেদিকে নজর রাখতে হবে। এদের পরিবারের দিকেও নজর রাখতে হবে।

Latest article