প্রতিবেদন: প্রেম না প্রেমের অভিনয়, তা নিয়ে নিশ্চিতভাবে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কিছুই। তবে পাকিস্তানে বিয়ে করতে চেয়েছিল পাক-গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত জ্যোতি রানি মালহোত্রা। এরজন্য সাহায্য চেয়েছিল আইএসআই হ্যান্ডলারের। জ্যোতির হোয়াটসঅ্যাপ ঘেঁটেই এই তথ্য উদ্ধার করেছেন তদন্তকারীরা। পুলিশসূত্রে খবর, আলি হাসান নামে এক যুবকের সঙ্গে জ্যোতির প্রায়ই কথাবার্তা চলত হোয়াটসঅ্যাপে। এই আলি হাসানই আইএসআই চর বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। শাকির এবং রানা শাহবাজ নামে আরও দু’জনের সঙ্গেও পাকিস্তানে পরিচয় হয়েছিল বলে জানিয়েছে জ্যোতি। পাকিস্তানের সঙ্গে তার কতটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল, তা তার চ্যাটেই স্পষ্ট। হাসানকে জ্যোতি লিখেছিল, গেট মি ম্যারেড ইন পাকিস্তান। এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ঠিক কাকে বিয়ে করতে চেয়েছিল সে। ওই আইএসআই এজেন্টের সঙ্গেই কি ঘর বাঁধতে চেয়েছিল সে?
আরও পড়ুন-বজ্রপাত বিমানে, অল্পের জন্যে রক্ষা ৫ সদস্যের
এদিকে লাগাতার জেরায় কিছুটা হলেও ভেঙে পড়েছে এই ইউটিউবার। তদন্তকারীদের দাবি,জ্যোতি স্বীকার করেছে, পাকিস্তানকে দেশবিরোধী তথ্য পাচার করেছে সে। পাকিস্তানি সিকিউরিটি অফিসার ও ইতালীয় অফিসারদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল বলে সে স্বীকার করেছে। তদন্তকারীরা মনে করছেন, এই স্বীকারোক্তি থেকেই স্পষ্ট, এই সুন্দরী ভ্লগার পাকিস্তানের নির্দেশেই উঠত এবং বসত।
চলতি বছরে কলকাতায় এসে তারপর লাহোর গিয়েছিল সে। গিয়েছিল আনারকলি বাজার এবং পাক-পাঞ্জাবের কটাস রাজ মন্দিরে। এদিকে জ্যোতির ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েও রহস্য। দুবাই থেকে কীভাবে টাকা এল, কারা পাঠিয়েছে, তা এখন তদন্তকারীদের স্ক্যানারে।