আমেরিকায় (America) ইজরায়েলি দূতাবাসে চলল গুলি। দূতাবাসের দুই কর্মীকে গুলি করে খুন। ওয়াশিংটন ডিসিতে ইহুদি মিউজিয়ামের বাইরে দুষ্কৃতীদের গুলিতে আতঙ্ক ছড়িয়েছে। আততায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বুধবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ ওই ঘটনা ঘটে। ইহুদি মিউজিয়ামে একটি অনুষ্ঠান চলাকালীন গুলি ছোড়ে দুষ্কৃতীরা। এই অনুষ্ঠানে ইজরায়েল দূতাবাসের বহু কর্মী যোগ দিয়েছিলেন। দুষ্কৃতীরা আচমকা গুলি চালাতে শুরু করলে প্রাণ বাঁচাতে সকলেই এদিকে ওদিকে ছুটতে শুরু করে। তার মধ্যেই মৃত্যু হয় দূতাবাসের দুই কর্মীর। মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা।
আরও পড়ুন-তিস্তা নদীর তীরে শতাধিক হাতির হানা, তাড়াতে গিয়ে দুই যুবকের মৃত্যু
এই ঘটনাকে ইহুদি বিরোধী সন্ত্রাসবাদ বলে ক্ষোভ উগরে দিয়েছে রাষ্ট্রসংঘে নিযুক্ত ইজরায়েল রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। এক্সে তিনি জানিয়েছেন, “আমরা নিশ্চিত যে মার্কিন প্রশাসন এই অপরাধমূলক কাজের জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
ওয়াশিংটন পুলিশ প্রধান পামেলা স্মিথ জানিয়েছেন, ঘটনার আগে মিউজিয়ামের বাইরে ঘোরাফেরা করতে দেখতে পাওয়া সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি বলেন, আটক অবস্থায় সন্দেহজনক ব্যক্তি “ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দিচ্ছিল।