জেলার উন্নয়নে গতি আনতে বিশেষ বৈঠক

Must read

সংবাদদাতা, সিউড়ি : জেলার সামগ্রিক উন্নয়নে জোর দেওয়ার লক্ষ্যেই শুক্রবার সিউড়ির ডিআরডিসি হলে আয়োজিত হল দিশার বৈঠক। জেলার দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল সহ একাধিক বিধায়ক ও জেলাশাসক বিধান রায়ের উপস্থিতিতে চলে ম্যারাথন বৈঠক। বৈঠকে প্রতিটি দফতরের প্রতিনিধিদের পাশাপাশি পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরাও ছিলেন। একাধিক ইস্যুতে আলোচনা হলেও পানীয় জল সমস্যায় বেশি জোর দেওয়া হয়েছে। জেলা জুড়ে ৪৩ শতাংশ কাজ হয়েছে জলজীবন মিশন প্রকল্পের আওতায়। জেলাশাসকের দাবি, ফান্ড ফ্লো কম থাকায় সমস্যা দেখা দিয়েছে। অম্রুত-২ প্রকল্পে ডিপিআর-সহ একাধিক ইস্যুতে সমস্যা দেখা যাচ্ছে। তবে দ্রুত কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। সাংসদ বলেন, জেলায় কতটা জলের কাজ হয়েছে তা খতিয়ে দেখা হবে। এছাড়াও বেশকিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। তা খতিয়ে দেখতে টিম পাঠানো হবে সংশ্লিষ্ট এলাকায়। কমিটি তৈরি করা হবে। সেই কমিটি সমস্ত কিছু সরেজমিনে খতিয়ে দেখবে৷

আরও পড়ুন-সরাসরি মুখ্যমন্ত্রী-তে ফোন করতেই মিলল বিদ্যুৎ সংযোগ

Latest article