পথ দেখাল বাংলাই

ফের পথ দেখাল বাংলা। কীভাবে মনীষীদের সম্মান জানাতে হয় দেখিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : ফের পথ দেখাল বাংলা। কীভাবে মনীষীদের সম্মান জানাতে হয় দেখিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপানের টোকিওতে বিপ্লবী রাসবিহারী বসু ও রাধাবিনোদ পালের সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানিয়ে রক্ষণাবেক্ষণে ত্রুটি নিয়ে দৃষ্টি আকর্ষণের পরই আজ, শনিবার সেখানে যান ভারতীয় রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের অন্য সদস্যরা। তাঁরা শ্রদ্ধা জানান প্রবাদপ্রতিম বিপ্লবীর সমাধিতে।

আরও পড়ুন-ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে মানসিক প্রতিবন্ধী মহিলাকে জেলের ভিতরেই গণধর্ষণ

এ-বিষয়ে এদিন কলকাতায় তৃণমূল ভবনে দলের তরফে সাংবাদিক বৈঠকে মন্ত্রী শশী পাঁজা ও দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সর্বভারতীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে গিয়ে ব্যস্ত কর্মসূচির ফাঁকেই তিনি গিয়েছিলেন দেশের প্রবাদপ্রতিম বিপ্লবী রাসবিহারী বসুর সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে। গিয়ে দেখেন সেখানে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না। কেন এই অবস্থা হবে, বিশ্ববরেণ্য বিপ্লবী, বাংলার গর্ব, দেশের গর্ব। অবস্থা দেখে তিনি ভারতীয় রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। তারপর আজ ওই সমাধিস্থলে গেলেন ভারতীয় রাষ্ট্রদূত, সাংসদ সঞ্জয় ঝা, সলমন খুরশিদ। এভাবে বাংলাই তো পথ দেখাল। এতদিন তো প্রধানমন্ত্রী থেকে অনেকেই জাপানে গেছেন। মন্ত্রীরা গেছেন। কারও মনে পড়েনি রাসবিহারী বসুর কথা। তাঁকে শ্রদ্ধা জানানোর কথা। তাঁর অবদান, আজাদ হিন্দ ফৌজে তাঁর অবদান। এত নেতা গেলেন কারও তো মনে পড়ল না। কে করলেন, বাংলার ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক যাওয়ার পর এবার তাঁরা গেলেন। সেখানে তাঁর নামের ফলকও নেই। এটা তো দরকার। না হলে আগামী প্রজন্ম কী করে জানবে এইসব মানুষদের কথা! শশী ও কুণালের সংযোজন, এই নিয়ে অভিষেক সবার দৃষ্টি আকর্ষণ করলেন। এভাবে বিদেশে গিয়ে শ্রদ্ধেয় বিপ্লবীদের সম্মান জানানো এবং তাঁদের স্মৃতিকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করার যে তিনি চেষ্টা করেছেন তার জন্য আমাদের তরফে অভিনন্দন।

Latest article