মাদ্রিদ, ২৪ মে : কার্লো আনচেলোত্তি ও লুকা মদ্রিচকে জয় উপহার দিয়েই বিদায় জানাল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে আনচেলোত্তি, মদ্রিচের বিদায়ী মঞ্চ আলোকিত করলেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকার জোড়া গোলেই শনিবার মাদ্রিদে ঘরের মাঠে রিয়াল সোসিদাদকে ২-০ হারিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে শেষ করল রিয়াল। মাদ্রিদ ছেড়ে কোচ আনচেলোত্তি যাচ্ছেন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে। মদ্রিচের ছিল ঘরের মাঠে রিয়ালের জার্সিতে শেষ ম্যাচ। ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার ১৩ বছরের সম্পর্ক চুকিয়ে রিয়াল ছাড়বেন আগামী মাসে ফিফা ক্লাব বিশ্বকাপ খেলে। এদিন ম্যাচের পর আবেগপ্রবণ হয়ে পড়েন মদ্রিচ, আনচেলোত্তি দু’জনেই।
আরও পড়ুন-দিল্লির কাছে হার পাঞ্জাবের
ম্যাচের আগে এমবাপে সাজঘরে সতীর্থদের কথা দিয়েছিলেন, ঘরের মাঠে সমর্থকদের সামনে কোচ ও লুকার বিদায়ী মঞ্চ স্মরণীয় করে রাখার চেষ্টা করবেন। কথা রেখেছেন ফরাসি তারকা। রুদ্ধশ্বাস প্রথমার্ধের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। প্রথমে তাঁর পেনাল্টি শট বাঁচিয়ে দিয়েছিলেন সোসিদাদের গোলকিপার উনাই মোরেরো। দুরন্ত ক্ষিপ্রতায় ফিরতি বলে শট নিয়ে বল জালে জড়ান বিশ্বকাপজয়ী ফরাসি গোলমেশিন। ম্যাচের ৮৪ মিনিটে পরিবর্ত ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে দ্বিতীয় গোল এমবাপের। ফরাসি সুপারস্টারের দাপুটে পারফরম্যান্সে কোচ আনচেলোত্তি, সিনিয়র সতীর্থ মদ্রিচকে উপযুক্ত বিদায় মাদ্রিদের মঞ্চে।