দিল্লিতে ভারী বৃষ্টি, রাস্তাঘাট প্লাবিত, ব্যাহত বিমান পরিষেবা

ভারী বৃষ্টি সঙ্গে ৪০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের তাণ্ডবে এই মুহূর্তে একপ্রকার বিপর্যস্ত দিল্লি। রবিবার সকাল থেকেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

Must read

দিল্লি (Delhi) এবং আশেপাশের এলাকায় রাতভর ভারী বৃষ্টি,ঝড় ও হাওয়ার কারণে রাস্তাঘাট ইতিমধ্যেই জলমগ্ন। গাছপালা উপড়ে পড়ে রয়েছে বিভিন্ন জায়গায় এবং এই পরিস্থিতিতে বিমান চলাচল ব্যাহত হয়। মতিবাগ, মিন্টো রোড, দিল্লি ক্যান্টনমেন্ট এবং দীনদয়াল উপাধ্যায় মার্গে প্রচুর পরিমান জল জমার খবর পাওয়া গিয়েছে। ভারী বৃষ্টি সঙ্গে ৪০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের তাণ্ডবে এই মুহূর্তে একপ্রকার বিপর্যস্ত দিল্লি। রবিবার সকাল থেকেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। ভারী বৃষ্টিতে রাস্তাঘাট প্লাবিত বলেই যান চলাচলেও ব্যাপক প্রভাব পড়েছে।

আরও পড়ুন-লুকা-আনচেলোত্তির মঞ্চে নায়ক এমবাপে

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (IGIA) বিমান চলাচল ব্যাহত হয়েছে। ভোর ৩.৫৯ মিনিটে ইন্ডিগো জানিয়েছে যে দিল্লিতে প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলে সাময়িকভাবে ব্যাহত হয়েছে। দুই ঘন্টা পরে যদিও কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে পরিষেবা। সকাল ৭.৩০ টা পর্যন্ত, দিল্লি বিমানবন্দর থেকে বিমানগুলি গড়ে ৪৬ মিনিট দেরিতে ছাড়ছে বলেই খবর। ঝড়ের কারণে ২৫টি বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়। যাত্রী হয়রানি এড়াতে বিমানবন্দরের তরফে অ্যাডভাইজ়রি জারি করা হয়েছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে সফরের আগে তাঁরা যেন বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে সময়সূচি জেনে নেন।

শনিবার রাত থেকেই রাজধানীতে বৃষ্টি শুরু হয়। রবিবার সকাল থেকেই বৃষ্টির পরিমাণ আরও বাড়ে। সঙ্গে ঝড়ের দাপটও ছিল মারাত্মক। রবিবার ভোর পর্যন্ত সফদরজঙে ৮১ মিলিমিটার, পালমে ৬৮ মিলিমিটার, পুসায় ৭১ মিলিমিটার, ময়ূর বিহারে ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শহরের অন্যান্য জায়গায় ৫০-৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিল্লি বিমানবন্দর যাওয়ার মূল আন্ডারপাস এই মুহূর্তে জলের তলায়। আন্ডারপাসে বহু গাড়ি আটকে পড়েছে। নয়ডা, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম-সহ এনসিআরে রবিবার ভোর থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। গুরুগ্রামে সেক্টর ১০, বিকাশ নগর জলমগ্ন হয়ে পড়েছে। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।

Latest article