সংবাদদাতা, মথুরাপুর : বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে বিজেপির ভাঙন অব্যাহত। এবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরেও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল আরও ৫০ পরিবার। রবিবার মথুরাপুর-১ ব্লকের আবাদ ভগবানপুর অঞ্চলে তৃণমূলের কর্মী সম্মেলন হয়। আর সেখানেই মথুরাপুরের সাংসদ বাপি হালদার ও ব্লক তৃণমূল সভাপতি মানবেন্দ্র হালদারের হাত ধরে তৃণমূলে যোগ দিল ৫০টি বিজেপি পরিবার।
আরও পড়ুন-বাংলা-সহ চার রাজ্যের উপনির্বাচনের দিন ঘোষণা
সাংসদ বাপি হালদার বলেন, ছাব্বিশে নির্বাচনের আগে এলাকায় বিজেপি বলে কিছুই থাকবে না। যারা গরিব মানুষের ১০০ দিনের কাজের টাকা দেয় না, যারা বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চনা করে, সেই সাম্প্রদায়িক বিজেপিকে রাজনৈতিকভাবে সাগরে ছুঁড়ে ফেলে দেবে বাংলার মানুষ। অন্যদিকে, তৃণমূলে যোগদানকারীদের পরিষ্কার বক্তব্য, বিজেপির নেতারা শুধুই উন্নয়নের আশ্বাস দেয়। কিন্তু কোনও কাজ করে না। তবে রাজ্য জুড়ে তৃণমূল সরকারের উন্নয়নের জোয়ার চলছে। সেই উন্নয়নের শরিক হতেই এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তাঁরা। মা-মাটি-মানুষের সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে এলাকার উন্নয়ন করতেই এদিনের এই যোগদান বলে জানিয়েছেন যোগদানকারীরা।