তৃণমূলের দখলে সমবায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে বাদুড়িয়া ব্লকের অন্তর্গত যদুরহাটি কৃষি সমবায় সমিতির গ্রাহক ও সদস্যরা বেছে নিলেন তৃণমূল প্রার্থীদেরই।

Must read

সংবাদদাতা, বাদুড়িয়া : রাজ্যে যেখানেই সমবায় সমিতির (Cooperative) নির্বাচন (election) হচ্ছে সেখানেই তৃণমূলের (Trinamool) জয় যেন অবধারিত পরিণতি হয়ে উঠছে। সেই ধারা অব্যাহত রেখে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষি সমবায়ে জয় পেল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে বাদুড়িয়া ব্লকের অন্তর্গত যদুরহাটি কৃষি সমবায় সমিতির গ্রাহক ও সদস্যরা বেছে নিলেন তৃণমূল প্রার্থীদেরই।

আরও পড়ুন-বিজেপি ছেড়ে ৫০ পরিবার যোগ দিল তৃণমূল কংগ্রেসে

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয় পেল। সমবায়ের ১২ জন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি বুরহানুল মুকাদ্দিমকে উৎসর্গ করা হয়েছে।

Latest article