আতঙ্ক, কোভিডের ২ নয়া ভ্যারিয়েন্ট, হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ

Must read

প্রতিবেদন: ফিরছে পুরনো আতঙ্ক, ভারতে মিলল কোভিডের (Covid) দুই নয়া ভ্যারিয়েন্ট এনবি.১.৮.১ ও এলএফ.৭। গত এপ্রিলে কোভিডের এই নতুন স্ট্রেনে আক্রান্তের খবর মিলেছিল তামিলনাডুতে। এবারে মে মাসে এলএফ.৭-এর থাবা গুজরাতে। দেশে এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা প্রায় ৩০০-র কাছাকাছি। মহারাষ্ট্রে এখন পর্যন্ত ৪৭ জন, দিল্লিতে ২৩ এবং কেরলে ২৭৩ জন নতুন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। শনিবার থানে এবং বেঙ্গালুরুতে একজন করে রোগীর মৃত্যু হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে দেশের স্বাস্থ্যমন্ত্রক। যাঁরা নয়া ভ্যারিয়েন্টে (Covid) আক্রান্ত হয়েছেন তাঁদের হোম আইসোলেশনে চিকিৎসা চলছে। গত ২৪ ঘণ্টায় দিল্লি, হরিয়ানা, কেরল, কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, বাংলায় নতুন করে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। রাজধানীতে একদিনে আক্রান্ত ২৩, যা গত তিন বছরের মধ্যে সর্বাধিক। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি প্রশাসন ফের জিনোম সিকোয়েন্সিং চালু করেছে।

আরও পড়ুন-নির্ধারিত সময়ের আগেই বর্ষা, রাজ্য জুড়ে শুরু বৃষ্টি

Latest article