গাড়ি থামিয়ে দুর্ঘনাগ্রস্তকে হাসপাতালে পাঠালেন সাংসদ

Must read

সংবাদদাতা, হুগলি : আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালী বাগের (MP Mitali Bag) মানবিক মুখ দেখল আরামবাগবাসী। রবিবার সকালে সাংসদ যখন পুড়শুড়ার একটি দলীয় কর্মসূচি দিয়ে যাচ্ছিলেন সেই সময় তিনি লক্ষ্য করেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে আছেন এক বাইক আরোহী। এবং বাইকের আরোহী যন্ত্রণায় ছটফট করছেন, জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সংসদ মিতালি বাগ (MP Mitali Bag) তার গাড়িটি থামিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন, এবং এবং স্থানীয় স্থানীয় মানুষ জনের সাহায্যে ওই আহত ব্যক্তিটিকে তার নিজের গাড়িতে করে আরামবাগ হাসপাতালে পৌঁছে দেন। সাংসদ বলেন, গাড়িতে করে তাদের আরামবাগ হাসপাতালে পৌঁছে দেবার বন্দোবস্ত করি, এবং হাসপাতাল সূত্রে যা খবর পেয়েছি তাতে জানতে পেরে পারি আহত ব্যক্তিটির চিকিৎসা শুরু করেছেন।

আরও পড়ুন-আতঙ্ক, কোভিডের ২ নয়া ভ্যারিয়েন্ট, হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ

Latest article