দিঘায় জগন্নাথের রথযাত্রা এবার বাড়তি আকর্ষণ

Must read

সংবাদদাতা, দিঘা : নবনির্মিত দিঘার জগন্নাথধামের রথযাত্রা (Digha Rath Yatra) এবার বাড়তি আকর্ষণ। দিঘার বালু মাটিতে গড়াবে জগন্নাথের রথের চাকা। যার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। পৃথক তিনটি রথে ধ্বজা উড়িয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যাবেন মাসির বাড়ি। প্রায় এক কিলোমিটার দূরে ইতিমধ্যে ৭৫ লক্ষ টাকা খরচে মাসির বাড়ির পরিকাঠামো উন্নয়নের কাজও যুদ্ধকালীন তৎপরতায় চলছে। তিনটি পৃথক রথ নন্দীঘোষ, তালধ্বজ ও পদ্মধ্বজ প্রস্তুত। ২৭ জুন রথের রশিতে হাজার হাজার ভক্তের টানে প্রভু জগন্নাথ পৌঁছবেন মাসির বাড়ি। ইতিমধ্যে দেশের বাইরের ভক্তেরাও আসছেন। ফলে রথযাত্রায় দিঘায় যে আরও পর্যটকের ঢল নামতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। সেজন্য নিরাপত্তা বিষয়ে আলোচনা করছে জেলা পুলিশ-প্রশাসন। রথযাত্রায় পুরীর ধাঁচে সমস্ত আচারবিধি পালন হবে দিঘায় (Digha Rath Yatra)। রথের আগে স্নানযাত্রাও হবে। ১২ জুন পূর্ণিমা তিথিতে জগন্নাথদেবের পবিত্র স্নানযাত্রা। উদ্বোধনের সময় যে খড়ের চালায় হোমযজ্ঞ হয়েছিল, সেখানে ১০৮টি কলসীর জলে স্নান করবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ওদিন থেকে ১৫ দিন বন্ধ থাকবে জগন্নাথ-দর্শন। সন্ধ্যায় নতুন বেশে সাজানো হবে তিনজনকে। যেহেতু স্নানযাত্রার পর ভগবানের জ্বর আসে তাই ওই সময় দর্শন বন্ধ থাকবে। সেই জায়গায় দর্শনার্থীরা মদনমোহন বিগ্রহ দর্শন করতে পারবেন। নিভৃতবাসে জগন্নাথ থাকার সময় রাজবৈদিক আয়ুর্বেদিক চিকিৎসাও চলবে। আয়ুর্বেদিক পাঁচন খেয়ে সুস্থ জগন্নাথ রথে চেপে মাসির বাড়ি যাবেন। রথযাত্রার আগের দিন হবে নেত্র উৎসব। রথযাত্রায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী। সোনার ঝাড়ুতে রথের পথ ঝাড়ু দেওয়ার পর জগন্নাথ যাবেন মাসির বাড়ি। মন্দির ট্রাস্টির রাধারমন দাস জানান, দিঘায় রথযাত্রা এক ঐতিহাসিক ঘটনা হতে চলেছে।

আরও পড়ুন-গাড়ি থামিয়ে দুর্ঘনাগ্রস্তকে হাসপাতালে পাঠালেন সাংসদ

Latest article